কনসার্ট শুধু ট্রেলার মাত্র! একসঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন রূপম ও অরিজিৎ, নিজে মুখেই জানালেন গায়ক

অরিজিৎকে (Arijit Singh) সঙ্গে নিয়ে নতুন কাজের ঘোষণা বাংলার রকস্টার রুপমের (Rupam Islam)। দিনকয়েক আগেই ছিল অরিজিতের কনসার্ট। তার গানে মজেছিল গোটা কলকাতাবাসী। শুধু কি তাই? এদিন অরিজিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন রুপম। স্টেজে দাঁড়িয়েছিলেন অরিজিৎ আর নীচে দর্শকাশনে ছিলেন রুপম। আবেগে ভেসেছিলেন গোটা বাংলা। এদিন তিলোত্তমা সাক্ষী ছিল এক অসাধারণ সন্ধ্যের।
কিন্তু সেদিন যে ওটা ট্রেলার ছিল তা হয়তো কেউ অনুমান করতে পারেনি। তবে এবার নতুন কাজের ঘোষণা করলেন রুপম। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে সাদা টি-শার্ট, জিন্স ও গেরুয়া পাগড়িতে গিটার হাতে দাঁড়িয়ে অরিজিৎ। আর রূপমের পরণে রয়েছে কালো টি-শার্ট ও জিন্স। ফেসবুকে পোস্ট করে রুপম লিখেছেন যে, ‛নতুন কাজের ঘোষণা। আমি এবং অরিজিৎ। একসঙ্গে কাজ কি আসছে? হ্যাঁ আসছে। বিস্তারিত জানবেন পরে’।
এমনকি এদিনের ওই ভিডিওতে রুপমকে বলতে শোনা যাচ্ছে যে, ‛নমস্কার, আমি রূপম, আমার সঙ্গে অরিজিৎ। এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিতের কনসার্টের কোনও প্ল্যান ছাড়া অতর্কিতে একটা গান গাওয়া হয়ে গিয়েছিল। কিন্তু আজকে যে আমরা দুজন এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছি সেটা কিন্তু প্ল্যান করা। আমাদের অনেক দিন ধরেই কথা ছিল যে আমরা পাশাপাশি দাঁড়াব এবং একসঙ্গে কাজও করব।’
এরপরই অরিজিৎকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন যে, ‘কী অরিজিৎ আমরা কাজ করব তো?’ উত্তরে গলা ধরে যাওয়া অবস্থাতেও অরিজিৎ বলেন, ‘অবশ্যই। করব বলেই তো এত কিছু। এখন তোমার গানটাই বাজাচ্ছিলাম।’ এরপর তাঁদের গানটি গাইতে দেখা যায়। ‛কেন করলে এরকম’। তারপরই রুপম বলেন ‛এটা আনন্দের একটা সময়। আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছি, কিন্তু সবসময়ই হয় ও স্টেজে আমি অডিটোরিয়ামে ছিলাম বা আমি স্টেজে ও অডিটোরিয়ামে ছিল। এবার আমরা পাশাপাশি। এখান থেকেই শুরু হবে নতুন কাজ। বিস্তারিত আসছে শীঘ্রই।’
আর ভিডিওর কমেন্ট বক্সে মুহূর্তেই মধ্যেই কমেন্টের বন্যায় ভরে গিয়েছে। কেউ লিখেছেন ‛দুই চাঁদ একঘরে’। আবার কেউ লিখেছেন ‛এরকম কিছুর জন্যই অপেক্ষা করে ছিলাম’। আপাতত সকলেই অপেক্ষা করে আছে তাদের নতুন কাজের।