চুপিসারে মিঠাইয়ের সঙ্গে প্রেম করছে সূর্য! সৌমিতৃষাকে প্রসঙ্গে মুখ খুললেন দিব্যজ্যোতি

অবশেষে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu) নিয়ে মুখ খুললেন দিব্যজ্যোতি (Dibyajyoti Dutta)। কিছুদিন যাবৎ সৌমিতৃষা ও দিব্যজ্যোতির প্রেমের গুঞ্জনে একেবারে ভরে গিয়েছে নেটপাড়া। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া (Social Media) খুললে শুধু তাদেরই খবরই। দুজনেই কৃষ্ণের ভক্ত। মাঝে মধ্যেই তিলক কেটে তারা ছবি পোস্ট করেন নেটমাধ্যমে। তাহলে কি এবার ঠাকুরের মিল থেকে তাদের দুজনের মনের মিল হয়ে গেল? তারই উত্তর খুঁজছেন ভক্তরা।
তবে, বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সকলের প্রিয় ডাক্তারবাবু সূর্য (Surya) ওরফে দিব্যজ্যোতি। প্রথমে তো প্রশ্ন শুনে একেবারে হাসি থামাতেই পারেননি অভিনেতা। তারপরই বলেন যে, আর কতজনের সঙ্গে প্রেম করবো আমি? এই ভুলভাল খবর গুলো কে ছড়ায়? আমি তো উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। তার স্পষ্ট কথা বর্তমানে এসবের জন্য তার কোনো সময় নেই। মন দিয়ে কাজ করতে চান তিনি। এটাই তার মূল বক্তব্য।
View this post on Instagram
কিন্তু সম্প্রতি তার পা ভেঙে যাওয়ায় সৌমিতৃষা যে ফোন করে খোঁজ নিতে একেবারেই ভোলেননি তা জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন যে, সবটাই বন্ধুত্বের খাতিরে। এরআগেও একবার রোশনি তন্বী ভট্টাচার্যর (Roshni Tonni Bhattacharya) নাম জড়িয়েছিল দিব্যজ্যোতির। দুজনেই একসঙ্গে শরীরচর্চা করেন। আর সেখান থেকেই রটনার শুরু। যদিও দুজনেই জানিয়েছিলেন যে, তাদের সম্পর্কটা কেবলই ভাই-বোনের। তবে, হঠাৎ করে সৌমিতৃষার সঙ্গে দিব্যজ্যোতির প্রেমের খবর কিভাবে ছড়ালো তাই ভাবছেন নিশ্চই?
View this post on Instagram
তাহলে বলে রাখি যে, দিন কয়েক আগে কোনো এক অনুরাগী সৌমিতৃষা ও দিব্যজ্যোতির ছবি কোলাজ করে শেয়ার করেছিলেন। আর সেটাই আবার দিব্যজ্যোতি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলের স্টোরিতে শেয়ার করেছিলেন। যা দেখা মাত্রই তারা প্রেম করছেন এই গুঞ্জনে ভরে গিয়েছে নেটপাড়া। তবে, তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠলে নেটিজেনরা যে বেশ খুশিই হবেন তা বলা যায় বৈকি।