স্বল্প পোশাকে উঁকি দিচ্ছে ক্লিভেজ, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন সালমান খানের হবু বৌদি
মালাইকা আরোরাকে এখন কেই না চেনে
বলিউডের ফ্যাশন সেনসেশন বলতে এককথায় তাঁর নাম প্রথমেই উঠে আসে। সেভাবে ছবি না করলেও একাধিক হিট গানে তাঁকে দেখা গেছে। আর সেই দিয়েই মাতিয়ে রেখেছেন সকলকে। তাঁর ওয়ার্ক আউট থেকে শুরু করে রাম্প ওয়াক সবই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
২০১৭ সালে স্বামী আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদ হয়। আর তারপরই মালাইকার জীবনে এন্ট্রি নেয় অর্জুন কাপুর। আর তেমনই আরবানের জীবনে আসে জর্জিয়া অ্যান্ড্রিয়ানি। একজন বিদেশিনীর প্রেমে মজেন আরবাজ।
আর তারপর থেকেই ইফতারের পার্টি হোক বা অন্য কোন নিমন্ত্রণপত্র সবখানেই আরবাজ ও জর্জিয়াকে একসঙ্গে দেখা যায়। এমনকি মিকা সিংয়ের সঙ্গে ‘রূপ তেরা মস্তানা’ অ্যালবামে নিজের গ্ল্যামার ছড়িয়েছেন জর্জিয়া।
তবে, আরবাজ খানের সঙ্গে জর্জিয়ার রসায়ন রীতিমতো চোখে পড়ার মতো। আর সেই কারণেই সালমানের বৌদি হওয়ায় কথা উঠে এসেছে তাঁকে নিয়ে। তবে, এটাই কি সত্যি নাকি শুধুমাত্র ফেমের কারণেই জর্জিয়া খান পরিবারের সংস্পর্শে রয়েছেন তার উত্তর দেবে সময়ই।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় জর্জিয়া। তাঁর বিকিনি লুকে মাত হয়েছে সকলেই। মাঝে মধ্যেই তিনি ছবি পোস্ট করে ভক্তদের নজর কাড়েন। অনেকে তাঁর ছবি দেখে বলেন যে, “She is less expressive than Malika”। আপাতত জর্জিয়ার সৌন্দর্যে কুপোকাত হচ্ছে ৮ থেকে ৮০ র সকলে।