Advertisement
EntertainmentVideoViral Video

শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে মনের আনন্দে নেচে উঠলেন অপরাজিতা, ‘জলহস্তী ও হাতি’ বলে কটাক্ষ নেটিজেনদের

Advertisement
Advertisements

‛পুরো জলহস্তী’! শর্ট ড্রেসে বালির উপর রিল ভিডিও বানাতেই নেটিজেনদের কটাক্ষের মুখে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের স্বনামধন্য একজন অভিনেত্রী হলেন অপরাজিতা। টেলিভিশন বলুন বা বড়পর্দা সব জায়গায়তেই তিনি সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন। কিছুদিন আগে ‛লক্ষ্মী’ কাকিমা হয়ে রাজ করছিলেন সকলের মনে। তাঁকে অপছন্দ করেন এমন মানুষ খুবই কম।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

Advertisements

৮-৮০ সকলের মনেই তিনি তাঁদের প্রিয় অপা দি। সর্বদা হাসিখুশি একটি মুখ রাজত্ব করে চলেছে সর্বত্র। ধারাবাহিক হোক বা সিনেমার পর্দা অথবা সঞ্চালনা সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অপরাজিতা। নিত্য নতুন ছবি ও রিল ভিডিওতে (Video) প্রায়শই নজর কাড়েন নেটিজেনদের।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি রিল ভিডিও। যেখানে তাকে বালির মধ্যে পা দিয়ে গানের সঙ্গে তাল মিলিয়ে নিজের মতো করে মজা করতে দেখা যাচ্ছে। কখনও আবার সিঁড়ি দিয়ে উঠতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরণে রয়েছে সাদা রঙের টপ ও হট প্যান্ট। ভিডিও শেয়ার করে অপরাজিতা ক্যাপশনে লিখেছেন যে, ‛দ্যা অকেশন রয়ার ইজ মিউজিক টু দ্যা’।

শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে মনের আনন্দে নেচে উঠলেন অপরাজিতা, ‘জলহস্তী ও হাতি' বলে কটাক্ষ নেটিজেনদের

তবে, ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। অনেকেই তার প্রশংসা করলে আবার অনেকেই কটাক্ষ করেছেন। কেউ লিখেছেন ‛পুরো জলহস্তী’। আবার কেউ লিখেছেন ‛একেবারে ভালো লাগছে না’। কেউ আবার লিখেছেন ‛বিশ্রী লাগছে’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অপরাজিতার এই ভিডিও।