EntertainmentViral Video

‘চুপকে সে’, জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত কায়দায় অসাধারণ নাচ অভিনেত্রী অপরাজিতার, ভাইরাল ভিডিও

Advertisement

‛Saathiya’ সিনেমার ‛Chupke Se Chupke Se’ গানে নেচে তাক লাগালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। টেলি ও টলি পাড়ার স্বনামধন্য মিষ্টি অভিনেত্রী হলেন অপরাজিতা। ৮ থেকে ৮০ সকলেই তাঁর অভিনয়ে মুগ্ধ। তাঁকে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় নেই। সর্বদা হাসিখুশি একটি মুখ রাজত্ব করে চলেছে সর্বত্র। ধারাবাহিক হোক বা সিনেমার পর্দা অথবা সঞ্চালনা, সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ।

বর্তমানে অপরাজিতাকে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপকভাবে এক্টিভ অভিনেত্রী। নিত্যনতুন রিল ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের। এমনি প্রশংসাও পান ভুড়ি ভুড়ি। সম্প্রতি অপরাজিতা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও।

যেখানে তাকে ‛Saathiya’ সিনেমার ‛Chupke Se Chupke Se’ গানে নাচতে দেখা যাচ্ছে। অসাধারণ এক্সপ্রেশনে নিজের মতোন করে নেচে চলেছেন অভিনেত্রী। সিনেমায় গানটি গেয়েছিলেন এ.আর রহমান ও সাধনা সারগাম। ভিডিওতে (Video) অপরাজিতার (Aparajita Adhya) পরনে রয়েছে গোলাপি রঙের কুর্তি। বাড়ির একটি কোনেই নিজের মতোন করে নেচে তাক লাগিয়েছেন অভিনেত্রী।

ভিডিও শেয়ার করে অপরাজিতা ক্যাপশনে লিখেছেন যে- ‛এটাই হল শর্টে সুখের ঠিকানা। যারমধ্যে নাচ অন্যতম’।
ইতিমধ্যেই অপরাজিতার (Aparajita Adhya) এই ভিডিও ২৯ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ৩ হাজারের বেশি মানুষ। এছাড়াও একের পর এক প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে-‘সো কিউট’। কেউ লিখেছেন-‘ওয়াও’। আবার কেউ লিখেছেন ‛বিউটিফুল’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অপার এই নাচের ভিডিও।