তোকে তোকে তোকে ভালোবাসবো, খোলা আকাশের নীচে দুর্দান্ত নাচ অভিনেত্রী অপরাজিতার, মুগ্ধ নেটিজেনরা

‛তোকে তোকে তোকে ভালোবাসবো ও সজনী’ গানে এবার রিল ভিডিওতে তাক লাগালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। টেলি ও টলি পাড়ার স্বনামধন্য মিষ্টি অভিনেত্রী হলেন অপরাজিতা। ৮ থেকে ৮০ সকলেই তাঁর অভিনয়ে মুগ্ধ। তাঁকে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় নেই।
View this post on Instagram
ধারাবাহিক হোক বা সিনেমার পর্দা অথবা সঞ্চালনা সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। অনেকদিন ধরে অপরাজিতাকে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপকভাবে এক্টিভ অভিনেত্রী। নিত্যনতুন রিল ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের।
View this post on Instagram
এমনি প্রশংসাও পান ভুরি ভুরি। সম্প্রতি অপরাজিতা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‛দিলখুশ’। আর সেই সিনেমারই গানে এবার নেচে তাক লাগালেন অভিনেত্রী। অপরাজিতা ছাড়াও এই ছবিতে দেখা যাবে মধুমিতা সরকার, খরাজ মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য, পরান বন্দ্যোপাধ্যায় সহ আরও জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের।
View this post on Instagram
ভিডিওতে অপরাজিতার পরণে রয়েছে শাড়ি। সঙ্গে কালো রঙের ব্লাউজ। গলায় সিলভার জুয়েলারি। খুব সম্ভবত শান্তিনিকেতন থেকে ভিডিওটি করেছেন অপরাজিতা। একেবারে গানের লাইনের সঙ্গে মিলিয়ে স্টেপ করছেন অভিনেত্রী। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অভিনেত্রীর এই নাচের ভিডিও।