লক্ষ্মী কাকিমা সুপারস্টার! শাড়ি ছেড়ে মর্ডান পোশাকে দুর্দান্ত নাচ অভিনেত্রী অপরাজিতার, ভাইরাল ভিডিও

‛Lae Dooba’ গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের স্বনামধন্য একজন অভিনেত্রী হলেন অপরাজিতা। দীর্ঘদিন পর তিনি ফের টেলিভিশনের পর্দায় ফিরেছেন। এই মুহূর্তে ‘লক্ষ্মী’ কাকিমা হয়ে রাজ করছেন সকলের মনে। তাঁকে অপছন্দ করেন এমন মানুষ নেই। ৮-৮০ সকলের মনেই তার অভিনয়ে মুগ্ধ । অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ অপরাজিতা।
View this post on Instagram
নিত্য নতুন ছবি ও রিল ভিডিওতে (Video) প্রায়শই নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ‛Lae Dooba’ গানে নাচতে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরনে রয়েছে নীল রঙের লং ওয়েস্টার্ন পোশাক। খোলা চুল ও হালকা মেকআপে অভিনেত্রীর লুক ছিল নজরকাড়া।
View this post on Instagram
অসাধারণ সুন্দর একটি প্যালেসের ভিতর মনের আনন্দে নেচে চলেছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করে অপরাজিতা ক্যাপশনে লিখেছেন যে, ‛জাস্ট হোয়েন দা ক্যাটারপিলার থট ইটস লাইফ ওভার। ইটস বিকেম বাটারফ্লাই’। ভিডিও শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛বিউটিফুল’। আবার কেউ লিখেছেন ‛সুন্দর’।
View this post on Instagram
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‛বেলাশুরু’ সিনেমা রিলিজ করেছে। আর সেখানেও তার অভিনয় নজর কেড়েছে। আগামী দিনে অপরাজিতাকে ‛লাভ ম্যারেজ’ সিনেমায় দেখা যাবে। যেখানে রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও এই ছবিতে থাকবেন টলি পাড়ার জনপ্রিয় মিষ্টি জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila)। সম্প্রতি অপরাজিতার নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।