Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
EntertainmentVideoViral Video

Aparajita Adhya: বলিউড সুপারহিট গানে দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ অভিনেত্রী অপরাজিতার, মুগ্ধ নেটিজেনরা

Aparajita Adhya: ফের রিল ভিডিওতে নজর কাড়লেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। টেলি ও টলি পাড়ার স্বনামধন্য মিষ্টি অভিনেত্রী হলেন অপরাজিতা। ৮ থেকে ৮০ সকলেই তাঁর অভিনয়ে মুগ্ধ। তাঁকে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় নেই। সর্বদা হাসিখুশি একটি মুখ রাজত্ব করে চলেছে সর্বত্র। ধারাবাহিক হোক বা সিনেমার পর্দা অথবা সঞ্চালনা সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ। বর্তমানে অপরাজিতাকে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপকভাবে এক্টিভ অভিনেত্রী। নিত্যনতুন রিল ভিডিওতে (Video) নজর কাড়েন নেটিজেনদের। এমনি প্রশংসাও পান ভুড়ি ভুড়ি। সম্প্রতি অপরাজিতা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ‛Jhoom Barabar Jhoom’ সিনেমার ‛Dhage Tod Lao Chandni Se Noor Ke’ গানে নাচতে দেখা যাচ্ছে। অসাধারণ এক্সপ্রেশনে নিজের মতোন করে নেচে চলেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

সিনেমায় গানটি গেয়েছিলেন মহালক্ষী লায়ার ও রাহাত ফাতেহ আলী খান। ভিডিওতে (Video) অপরাজিতার (Aparajita Adhya) পরনে রয়েছে লাল রঙের শাড়ি। সঙ্গে ম্যাচিং লাল রঙের ব্লাউজ। হাতে চুরি, গলায় হার। কপালে লাল টিপ। ঠিক যেন মিষ্টি এক মেয়ে। যার থেকে চোখ সরানো দায়। খোলা চুলে কোনো এক পার্কের ভিতর নিজের মতো করে রিলসে মেতেছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করার অপরাজিতা ক্যাপশনে লিখেছেন যে- ‛হ্যাপিনেস ইস নট এ ফিলিংস ইটস এ চয়েজ’। সঙ্গে বেশ কয়েকটি হাসির ইমোজিও জুড়ে দেন।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

ইতিমধ্যেই অপরাজিতার (Aparajita Adhya) এই ভিডিও ১ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছেন ৭১ হাজারের বেশি মানুষ। এছাড়াও একের পর এক প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন যে-‘সো কিউট’। কেউ লিখেছেন-‘অসম’। আবার কেউ লিখেছেন ‛বিউটিফুল’।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

প্রসঙ্গত, কিছুদিন আগেই ‛বেলাশুরু’ সিনেমা রিলিজ করেছে। আর সেখানেও তার অভিনয় নজর কেড়েছে। আগামী দিনে অপরাজিতাকে ‛লাভ ম্যারেজ’ সিনেমায় দেখা যাবে। যেখানে রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও এই ছবিতে থাকবেন টলি পাড়ার জনপ্রিয় মিষ্টি জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila)।