×
Entertainment

পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন অভিনেত্রী অপরাজিতা, শুভেচ্ছা নেটিজেনদের

ছুটি কাটিয়ে ফিরেই জন্মদিনের মেজাজে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। একগাল মিষ্টি হাসি ভরা মুখ নিয়ে সিরিয়াল থেকে সিনেমা সবটাই সামলে চলেছেন সমান তালে। ৮-৮০ সকলের মনেই তিনি তাঁদের প্রিয় অপা দি। সময়ের সঙ্গে সঙ্গে তার জনপ্রিয়তা যেন বেড়ে চলেছে হুড়হুড়িয়ে। সম্প্রতি ছিল অভিনেত্রীর জন্মদিন।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

আর এবার তারই জন্মদিনে পরিবারের লোকেরা তাকে দিলেন বিশাল বড় সারপ্রাইজ। কোয়েম্বাটুর গিয়েছিলেন অভিনেত্রী। যেখানে সদগুরর আশ্রমে তিনি বেশ কয়েকটা দিন সুন্দর সময় কাটিয়েছেন। আসলে সেখানকার ‛ঈশা ফাউন্ডেশন’ থেকে তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। মহা শিবরাত্রি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের জন্যই সেখানে হাজির হয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

আর সেখান থেকে ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফেরেন। আর ফিরেই দেখেন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মুখিয়ে তার পরিবার। একেবারে মাঝরাত থেকে শুরু সেলিব্রেশন। ঘড়ির কাঁটা ১২ টা বাজতেই ঘরোয়াভাবে কেক কেটে শুরু হয় সেলিব্রেশন। সারা ঘর বেলুন ফেস্টুনে সাজানো। সাদা রঙের প্রিন্টেড ফুলহাতা গাউনে এদিন ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

পরিবারের সকলের সঙ্গে বসে কেক কাটচ্ছেন অভিনেত্রী। জন্মদিনের মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অপরাজিতা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛মুক্তো করো হে সবার সঙ্গে, মুক্তো করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে, শান্ত তোমার ছন্দ’। এমনকি একটি ভিডিও শেয়ার করে তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল অভিনেত্রীর এই ছবি ও ভিডিও।