×
Entertainment

এই ওয়েব সিরিজ গুলিতে উষ্ণতার পারদ চড়িয়েছেন অনুষ্কা, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

২০০৮ সালের ‘Sirf’ সিনেমাটি দেখেছেন? ছবিতে অভিনয় করেছেন অভিনেতা কে কে মেনন (Kay Kay Menon) ও মনীষা কৈরালা (Manisha Koirala)। সিনেমায় আরও অনেক কলাকুশলী উপস্থিত ছিলেন যেমন একজন হলেন অনুষ্কা শ্রীবাস্তাব (Anushka Srivastava)। হ্যাঁ ঠিকই ধরেছেন এই অনুষ্কা শ্রীবাস্তব এখন অ্যাডাল্ট সিরিজে দর্শকদের রাতের ঘুম উড়াচ্ছেন সহজেই। একের পর এক সিরিজে এখন তাকে দেখা যায়। টেলিভিশনেও কাজ করেছেন তিনি। আজ আপনাদের অনুষ্কার বেশ কিছু হট ও ঘাম ঝরানো সিরিজ সম্পর্কে জানাবো।

১) রীতি রিওয়াজ : তালা চাবি পার্ট ৭ (Riti Riwaj:Tala Chabi Part 7)

আশিফা ও আজামের গল্প দেখানো হয়েছে সিরিজে। যেখানে তাদের এনগেজমেন্ট হয়ে যায় ও ৩০ দিন পরে বিয়ে হবে। বাড়ির লোক তাদেরকে একে ওপরের সাথে দেখা করতে বারণ করে দেয়। কিন্তু তারা কথা না শুনে দেখা করে ও শারীরিক ভাবে লিপ্ত হয়। আজামের পরিবার সবটা জেনে গেলে কি হবে তার পরিণতি? দেখুন রীতি রিওয়াজ সিরিজ :তালা চাবি পার্ট ৭ শুধুমাত্র উল্লু অ্যাপের মাধ্যমে।

২) কনীজ (Kaneez):

রুকসার নামের এক মহিলা যার মেয়ে শাজিয়া বিয়ে করতে চায়। তবে সেলিম নামের সে ছেলেটিকে বিয়ে করবে বলে ঠিক করেছে শাজিয়া সে পুরুষত্বহীন বলে জানা যায়। রুকসার সেই খবর যাচাই করার জন্য তার কাজের মেয়ে বাটুলানকে কাজে লাগায়। বাটুলের আবার সানা নামের একটি ছোট মেয়ে আছে। সেলিমের কাছে বাটুল সত্য খুঁজতে গেলে তারা দুজনেই প্রেমে পরে যায়। তাহলে কি হবে এবার? উল্লুর মাধ্যমে দেখুন এই সম্পূর্ণ ওয়েব সিরিজটি যার মধ্যে বেশ অ্যাডাল্ট দৃশ্য বর্তমান।