×
EntertainmentTrendingViral Video

গর্ভাবস্থার একদম শেষ অবস্থা, এখনও জিমে ঘাম ঝরাচ্ছেন অনুষ্কা শর্মা, ভাইরাল ভিডিও

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন অনুষ্কা শর্মা। নায়িকা ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে আর সেটি হল তিনি ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী। আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই খুশিতেই এখন ঝলমল করছেন বলিউড নায়িকা অনুষ্কা শর্মা।

তবে, প্রেগনেন্সি পিড়িয়ড মানেই যে চুপচাপ ঘরে বসে থাকা না তা বারবারই প্রমান করছে অনুষ্কা শর্মা। গর্ভাবস্থায়ও শুটিং সেরেছেন অনুষ্কা। আর তার কাজের প্রতি এই নিষ্ঠাকে আপ্লুত হয়েছে অনুরাগীরাও।

ADVERTISEMENT

অন্তঃসত্ত্বা অবস্থায় আগের চেয়ে অনেকটাই যে, ওজন বেড়েছে তার তা ভালোই বোঝা যায় তার পোস্ট করা ছবিতে। এই অন্তসত্ত্বা মুহূর্তে মাঝে মধ্যেই বেবিবাম্প নিয়ে ছবি পোস্ট করে নেটিজেনদের তাক লাগিয়ে দেয় অনুষ্কা। সম্প্রতি বেবিবাম্প নিয়ে একটি ম্যাগাজিনের কভার পেজের ফটোশ্যুটেও তাঁর লুক অবাক করেছে সকলকে।

এমনকি সন্তান ভূমিষ্ট হওয়ার শেষলগ্নে স্ত্রীর পাশে সবসময়ই থাকছেন বিরাট কোহলি। আর তাই শেষ মুহূর্তের চেকআপে অনুষ্কার সঙ্গে ছিলেন বিরাটও।হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি। আর তারপরই বিরুস্কার জীবনের আসতে চলেছে তাঁদের সন্তান।

তবে, এই গর্ভাবস্থার এই শেষ সময়েও শরীরচর্চায় কোনো খামতি রাখেননি অভিনেত্রী। এখনও তিনি জিমে ঘাম ঝরাচ্ছেন। অনুষ্কার পরনে রয়েছে একটি সাদা টপ ও প্যান্ট। সম্প্রতি তাঁর জিম করার এই ভিডিও ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে দিয়েছে অনুষ্কা। ভিডিও পোস্ট করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles