Anushka-Vamika: ভামিকাকে পেছনে বসিয়ে সাইকেল চালিয়ে মালদ্বীপ ঘুরছেন অনুষ্কা, ভাইরাল মা-মেয়ের মিষ্টি ভিডিও

Anushka-Vamika ভামিকাকে পিছনে বসিয়ে সাইকেল চালাচ্ছে অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মা-মেয়ের মিষ্টি ভিডিও। দিন কয়েক আগেই মালদ্বীপ থেকে ফিরেছেন অনুষ্কা। কিন্তু এখনও যে তার রেশ কাটিয়ে উঠতে পারেননি তা বেশ বোঝা যায় নায়িকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলে। মাঝে মধ্যেই ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন মালদ্বীপে কাটানো মুহূর্তের কিছু টুকরো স্মৃতি। তেমনই সম্প্রতি একটি ভিডিও অনুষ্কা (Anushka Sharma) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।
View this post on Instagram
যেখানে কখনও কমলা রঙের মনোকিনি, আবার কখনও শর্টসে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন মালদ্বীপের এদিক সেদিক। তবে মজার বিষয় হল এই সফরে অনুষ্কার সঙ্গী হয়েছেন তারই একরত্তি মেয়ে ভামিকা (Vamika Kohli)। ভিডিওটিতে ভামিকাকে স্পষ্ট দেখা না গেলেও পিছন থেকে তার হাত, পা দেখা গিয়েছে। যদিও ভিডিওতে দেখা মেলেনি বিরাটের। তবে, সকলেরই প্রায় ধারণা মা-মেয়ের এই মিষ্টি ভিডিওটি বিরাটই করেছেন।
View this post on Instagram
ভিডিও শেয়ার করে অনুষ্কা ক্যাপশনে লিখেছেন – ‛সেরা স্মৃতি, আমার দুই ভালোবাসার মানুষের সঙ্গে। প্যাডেল করে কেউ আমাকে নিয়ে চলুক’। মালদ্বীপ থেকে ফেরার পরই মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে ফ্রেমবন্দি হয়েছিলেন সপরিবারে। আর সেখান থেকে লেন্সবন্দি হয় ভামিকার ছবি। আর সেই ছবি কিছু কিছু সংবাদ মাধ্যম পোস্ট করায় বেশ চটেছিলেন বিরাট ঘরণী। এমনকি তার বহিঃপ্রকাশও করেছিলেন ইনস্টাগ্রামে।
View this post on Instagram
তবে, বর্তমানে আগামী ছবি ‛চাকদহ এক্সপ্রেস’ নিয়ে বেশ ব্যস্ত আছেন অভিনেত্রী। পাশাপাশি সামলাচ্ছেন মেয়ের দায়িত্ব। আর তারই মাঝে মালদ্বীপের স্মৃতির সাগরে ডুব দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি অনুষ্কার শেয়ার করা মিষ্টি ভিডিও দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়া।