Advertisement
Entertainment

‘দুই পেগ মদ না খেলে হয় না’! ফাঁস বিরাটের দুর্বলতা

Advertisement
Advertisements

ভারতীয় ক্রিকেট টিমের সূর্য বলা যায় তাকে। কারণ তার ব্যাট যে কখন ৪০ ডিগ্রি তাপমাত্রা পার করে ফেলবে বোঝা দায়। তাই তো প্রতিদ্বন্দ্বীদের চোখে চোখ রেখে কথা বলতে পছন্দ করেন তিনি। বিরাট কোহলি (Virat Kohli) কার্যত ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেলেছেন বিভিন্ন কর্মকান্ডর জেরে। কিন্তু ‘দুই পেগ না পান করলে নাচতে পারবেন না’ এমন গোপন তথ্য কি আগে থেকে জানতেন আপনারা?

'দুই পেগ মদ না খেলে হয় না'! ফাঁস বিরাটের দুর্বলতা

Advertisements

সম্প্রতি বিরাট ও অনুষ্কা (Anushka Sharma) একটি ইভেন্টের রেড কার্পেটে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন। যুগলকে একসাথে পেয়ে অনায়েসেই প্রচুর প্রশ্ন উড়ে আসে। বিরাট ও অনুষ্কাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘নাচে কে সবচেয়ে বেশি পারদর্শী?’ অনুষ্কা এতটুকু সময় না নিয়ে বিরাটকে দেখিয়ে দিয়েছেন। তবে বিরাট তারপরে যা উত্তর দিয়েছেন কার্যত শুনলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য।

Advertisements

'দুই পেগ মদ না খেলে হয় না'! ফাঁস বিরাটের দুর্বলতা

বিরাট মজা করে বলেন, ‘দুই পেগ সুরা পান করার পর তিনি আর দেখেন না ফ্লোরে কে আছেন, কে নেই। একাই ফ্লোরের দখল নিয়ে নিই’। আর এমন কথা শোনার পরে কিন্তু স্বয়ং অনুষ্কাকেও বেশ হাসতে দেখা গেছে। তবে আপনাদের জানিয়ে রাখি বিরাট এখন একফোঁটাও মদ্যপান করেন না। এর আগে বিরাটকে বিভিন্ন স্টেজে ও বিয়ের অনুষ্ঠানে নাচ করতে দেখা গিয়েছিলো।

'দুই পেগ মদ না খেলে হয় না'! ফাঁস বিরাটের দুর্বলতা

প্রথমবার একটি অ্যাডভার্টাইজমেন্ট শুট করতে গিয়েই বিরাট ও অনুষ্কার পরিচয় হয়। দুজনই দুজনের নাম শুনলেও এর আগে থেকে চিনতেন না। তারপরে বন্ধুত্ব ও প্রেম থেকে ২০১৭ সালে দুজনে বিয়ে করেন। করোনার মারাত্মক সময় পেরিয়ে ২০২১ সালে তাদের প্রথম সন্তান ভামিকা কোহলি জন্মগ্রহণ করে। অনুষ্কার কথায় বিরাট বাবা হবার পরেই আরও বেশি ম্যাচিওর ও খেলার সময়ের পরে পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করে থাকেন।