শেষ মূহুর্তের চেক-আপ করালেন হবু মা, বিরাটের সঙ্গে ক্লিনিকে গর্ভবতী অনুষ্কা
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন অনুষ্কা শর্মা। নায়িকা ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে আর সেটি হল তিনি ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী। আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই খুশিতেই এখন ঝলমল করছেন বলিউড নায়িকা অনুষ্কা শর্মা।
তবে, প্রেগনেন্সি মানেই যে চুপচাপ ঘরে বসে থাকা না তা বারবারই প্রমান করছে বলিউড সেলেব মায়ের। গর্ভাবস্থায়ও শুটিং সেরেছেন অনুষ্কা। আর তার কাজের প্রতি এই নিষ্ঠাকে আপ্লুত হয়েছে অনুরাগীরাও।
অন্তঃসত্ত্বা অবস্থায় আগের চেয়ে অনেকটাই যে, ওজন বেড়েছে তার তা ভালোই বোঝা যায় তার পোস্ট করা ছবিতে। এই অন্তসত্ত্বা মুহূর্তে মাঝে মধ্যেই বেবিবাম্প নিয়ে ছবি পোস্ট করে নেটিজেনদের তাক লাগিয়ে দেয় অনুষ্কা। সম্প্রতি বেবিবাম্প নিয়ে একটি ম্যাগাজিনের কভার পেজের ফটোশ্যুটেও তাঁর লুক অবাক করেছে সকলকে।
এদিকে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিরাট। এই সময় স্ত্রীর পাশেই থাকতে চান তিনি। আর তাই এবার বিরাটের সঙ্গে শেষ মুহূর্তের চেকআপে এসেছিলেন অনুষ্কা। আর সেই সময়ই মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হলেন অনুষ্কা। অভিনেত্রীর পরনে ছিল সাদা-লীন স্টাইপ স্লিভলেস মিডি। আর সঙ্গে পায়ে ছিল সাদা রঙের কেডস। দুজনের মুখেই ছিল মাস্ক। সম্ভবত জানুয়ারি তেই ভূমিষ্ট হবে বিরুস্কার সন্তান। এখন শুধুমাত্র তাদের সন্তানের অপেক্ষায় দিন গুনছে তাঁরা। সম্প্রতি তাঁদের এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।