বুকচেরা পোশাকের ফাঁকে উন্মুক্ত ‘বেবি বাম্প’, গর্ভবতী অবস্থাতেও শুট করছেন অনুষ্কা শর্মা
বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হলেন অনুষ্কা শর্মা। নায়িকা ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে আর সেটি হল তিনি ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী। আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই খুশিতেই এখন ঝলমল করছেন বলিউড নায়িকা অনুষ্কা শর্মা।
তবে, প্রেগনেন্সি মানেই যে চুপচাপ ঘরে বসে থাকা না তা বারবারই প্রমান করছে বলিউড সেলেব মায়ের। গর্ভাবস্থায়ও শুটিং সেরেছেন অনুষ্কা। আর তার কাজের প্রতি এই নিষ্ঠাকে আপ্লুত হয়েছে অনুরাগীরাও।
অন্তঃসত্ত্বা অবস্থায় আগের চেয়ে অনেকটাই যে, ওজন বেড়েছে তার তা ভালোই বোঝা যায় তার পোস্ট করা ছবিতে। এই অন্তসত্ত্বা মুহূর্তে মাঝে মধ্যেই বেবিবাম্প নিয়ে ছবি পোস্ট করে নেটিজেনদের তাক লাগিয়ে দেয় অনুষ্কা। সম্প্রতি অনুষ্কা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
ছবিটি হল একটি ম্যাগাজিন এর কভার পেজের। আর সেই কভার পেজেই বেবিবাম্প নিয়ে নিয়ে নিজ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে অনুষ্কা। অনুষ্কার পরনে রয়েছে সাদা রঙের অন্তর্বাস এর সঙ্গে সাদা প্যান্ট ও তার উপর সাদা রঙের লং কোর্ট। ম্যাগাজিনের উপরে লেখা “নিউ বিগিনিং অনুষ্কা শর্মা”। এমনকি এই ছবিটি পোস্ট করে অনুষ্কা শর্মা লিখেছেন যে, “ক্যাপচারিং দিস ফর মাইসেল্ফ, ফর লাইফ”। সম্প্রতি অনুষ্কার পোস্ট করা এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।