×
EntertainmentSportsViral Video

কোটি টাকার গাড়ি ছেড়ে স্কুটি করে মুম্বাইয়ের রাস্তায় ঘুরছে বিরাট-অনুষ্কা, ভিডিও দেখে মন ভরে গেল নেটিজেনদের

শনিবারের মুম্বাই ছিল যেন অন্যরকম। কারণ কোটি টাকার গাড়ি ছেড়ে দুই চাকার স্কুটিতে দেখা গেল বিরাট কোহলি (Virat Kohli) ও অভিনেত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) -কে। শুনলে সত্যি আজব মনে হবে তবে আদতে তারা দুজন মুম্বাইয়ের রাস্তায় শনিবার দুপুর কাটিয়েছেন। স্বাভাবতই ভিডিও হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। বিরাট-অনুষ্কা রাস্তায় ঘুরবে আর পাপারাজ্জিরা থাকবে না তা কি হয়। আসলে তারা এমনি নয় বরং শুটিংয়ের মধ্যে ব্যস্ত ছিলেন।

বিরাটের পরনে সবুজ শার্ট ও কালো প্যান্ট এবং অনুষ্কাকে দেখা গেল আপাদমস্তক কালো পোশাকে। দুজনেই হেলমেট পরেছিলেন যে কারণে মুখ স্পষ্ট দেখা যায়নি। কিন্তু চেহারা দেখে বোঝা সম্ভব হচ্ছে তাদের একজন ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা। পিছনে একাধিক ক্যামেরা নিয়ে চলতে থাকে কিছু মানুষ। তবে জানা যায় এমনি নয় বরং শুটিংয়ের কারণেই স্কুটার করে মুম্বাইয়ের রাস্তায় ঘুরছিলেন তারা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

দিন কয়েক আগেই অনুষ্কা তার ইনস্টাগ্রামে যৌথভাবে একটি ফটো আপলোড করে। যেখানে দেখা যায় অনুষ্কা ও বিরাট একই রঙের পোশাক পরেছেন। অনুষ্কা ক্যাপশনে লিখেছে -‘সবসময় সুন্দর এই ছেলেটার সাথে একটা ব্যান্ড খুলতে চেয়েছি’। সাথেই নিজেদের হাতে কিছু সাইন দেখায় তারা। তবে সম্প্রতি কিসের শুটিং করছে তা যদিও জানা সম্ভব হয়নি। তবে অনুষ্কার পরের সিনেমা ‘Chakda Express’ নেটফ্লিক্স-র মাধ্যমে পরের বছরে রিলিজ করবে সে খবর অভিনেত্রী স্বয়ং জানিয়েছিলেন।