×
EntertainmentVideoViral Video

দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া অনুষ্কা, শুনে মুগ্ধ রিতেশ ও জিনিলিয়া, ভাইরাল ভিডিও

ইন্ডিয়ান আইডলের (Indian Idol 13) মঞ্চে এবার হাজির হলেন বলি অভিনেতা ও অভিনেত্রী রিতেশ (Riteish Deshmukh) ও জেনেলিয়া (Genelia D’Souza)। টেলিভিশনের পর্দায় সিরিয়ালের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো থাকে যার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকেরা। আর থাকবেন নাই বা কেন এই রিয়েলিটি শোর মাধ্যমেই অনেক নতুন নতুন প্রতিভাবান শিল্পীরা উঠে আসেন টিভির পর্দায়।

দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া অনুষ্কা, শুনে মুগ্ধ রিতেশ ও জিনিলিয়া, ভাইরাল ভিডিও -

গান, নাচ ও অন্যান্য কোনো না কোনো এক্টিভিটির মাধ্যমে মন জয় করে দর্শকদের। আর তেমনই একটি রিয়েলিটি শো হল ‛ইন্ডিয়ান আইডল’। আর সেখানে লাভ স্পেশাল এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি রিতেশ ও জিনিলিয়া। আর সেখানেই তারা দুজন প্রতিযোগীদের গানে মুগ্ধ হলেন। এদিন কিন্তু কেউ একা পারফরম্যান্স করেননি। দুজন দুজন জুটি বেঁধে গান গেয়েছেন। অনুষ্কা ও কাব্যকে ‛Kabhi Kabhi Aditi’ গান গাইতে দেখা যায়।

দুর্দান্ত গান গেয়ে জাতীয় মঞ্চ মাতালেন বঙ্গতনয়া অনুষ্কা, শুনে মুগ্ধ রিতেশ ও জিনিলিয়া, ভাইরাল ভিডিও -

তাদের এই গান শুনে জেনেলিয়া বলেন যে, এই গানের মাধ্যমে পরিচিতি পেয়েছি। আর ওদিকে চিরাগ ও সোনাক্ষীকে ‛Dil De Diya Hai’ গান গাইতে শোনা যায়। আর এই গানের লাইন ধরেই রিতেশ জেনেলিয়াকে বলে ওঠে ‛আমি এটা ওর জন্য বলি’। দুজনেই সকল প্রতিযোগিদের গানের প্রশংসা করেন। শুধু তারাই নয় এদিন বিচারকের আসনে থাকা বাকি বিচারকরাও প্রত্যেক প্রতিযোগীর গানের প্রশংসা করেন।

চলতি বছরের ১৩ সেপ্টেম্বর থেকে সোনি টিভির পর্দায় শুরু হয়েছে গানের এই রিয়েলিটি শো। বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর (Neha Kakkar), বিশাল দাদলানি (Vishal Dadlani), হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya)। প্রতি শনি ও রবিবার রাত ৮ টায় সোনি টিভির মঞ্চে গানের এই রিয়েলিটি শোয়ের জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। সবমিলিয়ে আবারও একবার জমজমাট পারফরম্যান্সের সাক্ষী হতে চলেছেন অনুরাগীরা।