সূর্যর জীবন থেকে ছেঁটে ফেলতে মিশকার বিয়ের প্ল্যান করলো কাকাই, জমজমাট টুইষ্ট ‘অনুরাগের ছোঁয়া’য়

একেই বলে উল্টো চালে বাজিমাত! মিশকার করা এফ আই আর-এ মিশকাকেই ঘোল খাওয়ালো সূর্যর কাকাই ও দীপা। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় চলা জনপ্রিয় তথা বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকে বর্ণের ভেদাভেদ ভুলে সূর্য-দীপার (Surya-Dipa) প্রেম কাহিনী নজর কেড়েছিল দর্শকদের। পাশাপাশি এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়। এই ধারাবাহিকের মূল মন্ত্র হলো ‛রূপ নয় গুণই হলো মানুষের আসল পরিচয়’।
কিন্তু যতদিন এগিয়েছে ততই ধারাবাবাহিক একেকদিকে মোড় নিয়েছে। সূর্যর দীপাকে ভুল বোঝা, দীপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, দীপার সন্তান জন্ম দেওয়া, সূর্যের জীবনে সোনার আগমন, ফের দীপা-সূর্যর দেখা হওয়া, মিশকার কিডন্যাপিং সহ নানান কিছু উঠে এসেছে সিরিয়ালের প্রতিটি পর্বে। তবে, এরই মাঝে এখন যে দুটি জিনিস বহমান তা হল সূর্যর দীপাকে (Surya-Dipa) ভুল বোঝা আর অন্যদিকে মিশকার (Mishka) শয়তানি। তবে, এবার মিশকার শয়তানির মোক্ষম জবাব দিল সূর্যর কাকা ও দীপা।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, কলেজে পড়ার সময় থেকেই সূর্যকে ভালোবাসে মিশকা (Mishka)। কিন্তু পরবর্তীতে দীপা সূর্যের (Dipa-Surya) জীবনে আসায় সেটা মেনে নিতে পারেনা মিশকা। আর তাইতো বেস্ট ফ্রেন্ড হয়ে দীপা-সূর্যর জীবনে একেরপর এক দুরুত্ব সৃষ্টি করতে থাকে। যা আজও বহমান। ইতিমধ্যেই সোনা-রুপার কাছে স্পষ্ট সূর্য-দীপা স্বামী-স্ত্রী। এমনকি তাদের বাবা-মাও বটে। আর তাইতো সেনগুপ্ত পরিবারে সবাই মিলে একসঙ্গে দিন কাটাচ্ছে।
এদিকে সূর্যর (Surya) বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। আর সেদিনই মিশকা সূর্যকে ফোন করে জানায় যে, সে বিপদে পড়েছে। তার বাড়ির সামনে ছেলেদের লম্বা লাইন। আর এই শুনে সূর্য মিশকার কাছে যেতে চাইলে দীপা তাকে আটকে দেয়। ওদিকে মিশকা পুলিশকে গোটা ঘটনা জানায়। এরপর তারা এসেই পরিস্থিতি সামাল দেয়। এমনকি মিশকাকে জানায় যে, তার নামে ম্যাট্রিমনি সাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর সেই কারণে সকলে তার বাড়ির সামনে ভিড় করেছে।
তবে, এই কথা শুনে তো অবাক মিশকা (Mishka)। সে এই গোটা ঘটনার তদন্ত তুলে দেয় পুলিশের হাতে। অবশেষে পুলিশ জানতে পারে এই ঘটনাটি ঘটিয়েছে প্রতীক সেনগুপ্ত। আর যেকিনা সূর্যের কাকা। যথারীতি পুলিস তাকে থানায় নিয়ে আসে। সঙ্গে আসে সূর্য। আর সেখানেই মজার ছলে গোটা ঘটনাটি ঘুরিয়ে দেয় কাকাই। পুলিশের কাছে সরাসরি বলে যে, মিশকা তাকে কাকাই বলে ডাকে। আর তাই মিশকা তার কাছে কন্যা সমান।
যেহেতু মিশকার (Mishka) বাবা-মা কেউ তার সঙ্গে থাকে না তাই সেই মিশকাকে পাত্রস্ত করার দায়িত্ব নিয়েছেন। এমনকি মিশকা তাকে চেনে বলে সকলের সামনে প্রমানও করে দেয় কাকাই। আর এই কথা শুনে তো পুলিশ গলে জল। বরং পুলিশ জানায় যে, তার ছেলে এখন কলেজে পরে নাহলে তার ছেলের সঙ্গেই মিশকার বিয়ের ব্যবস্থা করতো। এই ঘটনাটির পিছনে যে দীপা আছে সেটা মিশকা আন্দাজ করেছিল আগে থেকেই। আর সেই মতোন সবকিছু প্রমাণিত হলে দীপাকে বেশ টাইটও দেবে ভেবেছিল।
কিন্তু অবশেষে মিশকার (Mishka) সেই ইচ্ছে ইচ্ছেই থেকে গেল। বরং দীপা মিশকাকে নাকানি-চোবানী খাওয়ালো। তবে, মিশকার সঙ্গে করা এই কাজের প্রতিশোধ হিসেবে মিশকা দীপার জীবনে কোন ঝড় তুলতে চলেছে সেটাই এখন দেখার।