Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

শিবরাত্রিতে শিব নয়, সূর্যের মাথায় দুধ ঢাললো দীপা! আগামী এপিসোডের ঝলক দেখে উত্তেজিত দর্শকরা

দীপার হাত থেকে দুধ পড়লো সূর্যের মাথায়! শিবরাত্রিরের এপিসোড দেখে অবাক দর্শকেরা। এই মুহূর্তে সেরার সেরা ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। একটা সময় খারাপ ফল করলেও বর্তমানে সোনা রুপার হাত ধীরে এই ধারাবাহিকের টিআরপি বাড়ছে চরচরিয়ে। আর দুটি মেয়ের কারণেই এই সিরিয়ালটি দিনে দিনে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। দর্শকেরা রীতিমতো মুখিয়ে থাকেন প্রতিটি পর্ব দেখার জন্য।

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, গল্পের কেন্দ্রীয় চরিত্র সূর্য-দীপা একে অপরকে কতটা ভালোবাসে। কিন্তু তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি তাদের এক হতে দিচ্ছে না। আর এই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে সূর্যের কাছের বন্ধু মিশকা। তারই ষড়যন্ত্রে দীপা বাড়ি থেকে বেরিয়ে যায়। দুজনের সম্পর্কে চিড় ধরে। একটা সময় সূর্যের সন্তান গর্ভে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয় দীপা।

শিবরাত্রিতে শিব নয়, সূর্যের মাথায় দুধ ঢাললো দীপা! আগামী এপিসোডের ঝলক দেখে উত্তেজিত দর্শকরা

যথারীতি দুটি মেয়ে সন্তানের জন্ম দেয় দীপা। কিন্তু সূর্যর মা লাবণ্য সেন একজনকে নিয়ে আসে তার কাছে। বর্তমানে যে সূর্যের সন্তান হিসেবে পরিচিতি পেয়েছে সকলের কাছে। ওদিকে আরেকজন দীপার কাছে মানুষ হয়। বহু বছর পর আবারও দুই সন্তানের হাত ধরে মুখোমুখি হয় সূর্য-দীপা। কিন্তু তারপরেও তাদের ভুল বোঝাবুঝি মেটে না। কিছুটা কাছে আসলেও আবারও কোনো এক কারণে তারা একে অপরের থেকে অনেকটা দূরে সরে যায়।

শিবরাত্রিতে শিব নয়, সূর্যের মাথায় দুধ ঢাললো দীপা! আগামী এপিসোডের ঝলক দেখে উত্তেজিত দর্শকরা

আর এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসে ধারাবাহিকের নতুন ভিডিও ক্লিপ। শিবরাত্রিরের দিন শিবের মাথায় জল ঢালতে গিয়ে সূর্যর মাথায়ই জল ঢালে দীপা। আসলে পুজো দেওয়ার লাইনে একজন ভদ্র মহিলা অসুস্থ হয়ে পড়েন। আর তারই পাশে ক্যাম্প করে রোগী দেখছিল সূর্য। খবর পেয়ে ওই মহিলাকে চিকিৎসা করতে আসে সূর্য। আর সেখানেই ধাক্কা লেগে দীপার হাত থেকে দুধ সূর্যের মাথায় পড়ে যায়।

যথারীতি এমন একটি ঝলক দেখে বেশ উৎসাহী ভক্তরা। বর্তমানে সকলেই এই পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবার দেখার পালা আগামী দিনে সূর্য ও দীপার সম্পর্ক কোন দিকে মোড় নেয়।