ট্রেনে বসে একে অপরের খাবার খেল সোনা-রুপা, দুই মেয়ের জন্যে ফের কাছাকাছি আসবে সূর্য-দীপা! উৎসুক দর্শকরা

একেই বলে রক্তের টান! নিজের ভাগের খাওয়ার সোনাকে দিল রুপা। ওদিকে সোনাও তার খাবার দিল রুপাকে। টানটান পর্ব ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chohwa) ধারাবাহিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহেও ৯.৩ রেটিং নিয়েও প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক। সোনা-রূপা এই ছোট্ট দুটি মেয়েকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে সিরিয়ালের গল্প।
বলা যায় যে, তাদের জোরেই কিছুদিন যাবৎ টিআরপি তালিকায় সেরার সেরা জায়গা দখল করে রেখেছে এই সিরিয়াল। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, সূর্যর মা প্লান করেছে দীপা ও সূর্য দুজনকেই দার্জিলিং নিয়ে যাওয়ার। আর সেই মতোন দুজনই নিজেদের মতোন করে দার্জিলিংয়ের ট্রেনে উঠে পড়েছে। একেবারে সপরিবারে হৈচৈ করতে করতে তারা পাহাড়ের উদ্যেশে রওনা হয়েছে।
আর তাদের সঙ্গে যোগ দিয়েছে মিশকাও। ওদিকে আবার ট্রেনের মধ্যেই দেখা হয়েছে সোনা ও রুপার। আর তারা আবার একে অপরকে নিজেদের খাবার শেয়ারও করছে। দীপার করা লুচি তরকারি সোনার মুখে লেগে থাকায় মিশকা আবার তাকে প্রশ্ন করে। যদিও সোনা সত্যিটা স্বীকার করেনি।
একইভাবে রুপার মুখেও ক্রিম লেগে থাকে। যদিও রুপা তার মাকে সত্যিটা বলে। তখনই দীপা বুঝতে পারে যে, ডাক্তারবাবুও দার্জিলিং যাচ্ছে। সবমিলিয়ে আগামী দিনে আবারও এক টানটান মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন দর্শকেরা।