দীপার কাছে হেরে গিয়ে সোনা-রুপার মধ্যে ঝামেলা লাগিয়ে দিল মিশকা! ‘অনুরাগের ছোঁয়া’য় নয়া মোড়

এবার সূর্য-দীপার (Surya-Dipa) বিরুদ্ধে সোনার (Sona) মন বিষিয়ে দিল মিশকা (Mishka)! কাঁটা দিয়ে কাঁটা তোলার মোক্ষম প্ল্যান করেছে সে। টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে কোর্টের আদেশ মেনে সূর্য-দীপা একসঙ্গে থাকছে। আর সেখানেও মিশকা এসে শয়তানি করছে। দীপাকে বাঁচাতে গিয়ে আহত হয় সূর্য। যদিও সূর্য কিছুতেই বাড়িতে থাকতে রাজি নয়। সে হাসপাতালে যেতে চায়। কিন্তু লাবন্য প্ল্যান করে তা বাতিল করে।
তবে, মিশকা (Mishka) এসে সূর্যকে হাসপাতালে নিয়ে যেতে চায়। কিন্তু দীপা (Dipa) বাঁধা দেয়। বরং সে বাড়িতেই সূর্যর জন্য দাতব্য চিকিৎসালয় খুলে দেয়। কিন্তু সেই নিয়েও মিশকা আপত্তি করে। তবে, দীপা নিজের বুদ্ধি ও কথার মারপ্যাচ দিয়ে আটকে দেয় মিশকাকে। জানায় বিয়ের আগেও ডাক্তারবাবু ফ্রি ক্যাম্প করে রোগীদের দেখেছে। আর এবারেও তাই করবে। আর সেই কথায় রাজি হয় সূর্যও।
আর তাইতো মিশকা (Mishka) আবারও একবার হেরে যায় দীপার কাছে। কিন্তু বারবার দীপার কাছে এভাবে হেরে যাওয়া কিছুতেই মিশকা মেনে নিতে পারে না। আর তাইতো চালে মোক্ষম চাল। সোনা-রুপার (Sona-Rupa) স্কুলে গিয়ে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলে বাচ্চাদের মেডিক্যাল চেকআপের ব্যবসা করায়। এরপর সোনা মিশকার (Sona-Mishka) কাছে আসতেই মিশকা বলে সে তাকে তার বাবার কাছে নিয়ে যাবে। এমনকি দেখা করাবে মায়ের সঙ্গে।
আর এই কথা শুনে তো বেশ খুশি সোনা। যদিও মিশকা (Mishka) তাকে শিখিয়ে দেয় এসব কথা কাউকে না বলতে। আর তাই মিশকার কথামতো সোনা না রুপাকে না তার দিদিভাইকে কিছু বলে। বরং সে রেগে থাকে। ওদিকে ডাক্তার সূর্য সেনগুপ্তকে (Surya Sengupta) সবাই দেখাতে পেরে খুব খুশি হয়। দু-হাত ভরে তাকে আশীর্বাদও করে। আর এসব দেখে সূর্যও বেশ খুশি হয়। মনে মনে দীপাকে এসব কিছু ব্যবস্থা করার জন্য ধন্যবাদও জানায়।
তবে, সোনা মিশকার (Sona-Mishka) মনে যে বিষ ছড়াচ্ছে তাতে কি আগামী দিনে আবারও কোনো বড়সড় বিপদের মুখে পরবে সূর্য-দীপা? নাকি সব বিপদ কাটিয়ে দুই মেয়েকে নিয়ে তারা আবারও এক হবে এখন সেটা দেখারই অপেক্ষায় ভক্তরা।