Anurager Chhowa : সোনা-রুপা দুজনেই আমার মেয়ে, জোর গলায় সকলের সামনে বললো দীপা, চমকে উঠলো সূর্য

অবশেষে সকলের সামনে দীপা জানালো সোনা ও রূপা (Sona-Rupa) দুজনেই তার সন্তান! দীপার মুখে এই কথা শুনে সকলেই অবাক। ফের একবার টানটান পর্বের মুখে ধারাবাহিক ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকের পর্ব অনুযায়ী দীপা জেনে গিয়েছে তার হারিয়ে যাওয়া যমজ সন্তানের একজন হল সোনা (Sona)। আর তাই তাকে ফিরে পেতে এখন মরিয়া দীপা। লাবণ্য সেনকে ৭ দিন সময় দিয়েছে তারমধ্যে সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে।
আর এসবের মাঝেই সকাল হতে না হতেই দীপা রুপাকে নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। মাকে দেখে তো বেজায় খুশি সোনা (Sona)। এরপর দীপা জানায় সে তার মেয়েকে নিয়ে যাবে। এই কথা শুনে তো অবাক সকলেই। এমনকি দীপা আরও বলে সোনা ও রূপা দুজনেই তার সন্তান। দীপার কথায় সকলেই থমকে গেলে দীপা খানিকটা ঘুরিয়ে কথা বলে। জানায় যে, যেহেতু ডাক্তার বাবুর সঙ্গে তার ডিভোর্স হয়নি তাই সেই হিসেবে সোনা ডাক্তারবাবুর মেয়ে হলে তারও মেয়ে।
এই কথা বলে দীপা তার দুই মেয়েকে নিয়ে শিবের কাছে পুজো দিতে যায়। এসব ঘটনায় সূর্য বিরক্ত হয়ে যায়। এমনকি মিশকা কি হয়েছে জানতে চাইলে তাকেও রীতিমতো ধমকায়। কিন্তু তারপরেও মিশকা সূর্যর কাছে গিয়ে বলে দীপাকে ডিভোর্স দিলে সে এইসব ঝামেলা থেকে সে মুক্তি পাবে। এরপর দীপা যেখানে গেছে সেখানে গিয়ে হাজির হয় লাবণ্য সেন। সোনা-রুপা সহ দীপা ও লাবণ্য সেন (Labanya Sen) সকলেই পুজো দেয় ঠাকুরের কাছে। তারপরই লাবণ্য সেন সোনাকে নিয়ে ফিরে যায় সেনগুপ্ত বাড়িতে।
এদিকে সূর্য গিয়ে হাজির হয় দীপার বাড়ি। সে দীপার কাছে ভিক্ষা চায় তার সন্তান সোনাকে যাতে দীপা তার কাছ থেকে কেড়ে না নেয়। সোনা ছাড়া তার কেউ নেই। সোনা না থাকলে সে সর্বহারা হয়ে যাবে বলে জানায় সূর্য। এরপর সূর্য সেখান থেকে চলে গেলে মিশকা সূর্যর ফোনে ফোন করে। কিন্তু যেহেতু সূর্য দীপার বাড়িতে ফোন ফেলে আসে তাই সেই ফোনটা দীপা ধরে। আর জানায় ডাক্তারবাবু এখন ব্যস্ত আছে।
Anurager Chhowa New Twist:
শুধু তাই নয়, দীপা বানিয়ে বানিয়ে বলে সে আর সূর্য একসঙ্গে খাবে। আর এসব শুনে তো মিশকা একেবারে তেলে-বেগুন জ্বলে ওঠে। এবার দেখার পালা আগামী পর্বে কি হতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে।