Advertisement
EntertainmentViral Video

বহুমুখী প্রতিভার অধিকারী! নেচে-গেয়ে মঞ্চ মাতালেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

নাচে, গানে ফের একবার দর্শকদের মনজয় করলেন ‛অনুরাগের ছোঁয়া’-র দীপা ওরফে স্বস্তিকা ঘোষ। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানের গলা দীপার। আর সেটা আরও একবার প্রমাণিত হল। এদিন ‛আশিকি ২’ সিনেমার ‛Tuhi Hai Mujhko Bata De’ গানটি গাইতে দেখা যায় তাকে। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় চলা বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়।

বহুমুখী প্রতিভার অধিকারী! নেচে-গেয়ে মঞ্চ মাতালেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, ভাইরাল ভিডিও

Advertisements

খুবই অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র হল দীপা-সূর্য। আর এই দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। টিভির পর্দায় এটাই তার প্রথম ধারাবাহিক। আর সিরিয়ালের হাত ধরে প্রতি বছর নতুন নতুন মুখ উঠে আসে টিভির পর্দায়। আর তেমনই নতুন একটি মুখ হলেন স্বস্তিকা।

Advertisements

অভিনেত্রীর এটা প্রথম সিরিয়াল হলেও তার অভিনয় দক্ষতা দিয়ে সে সহজেই মনজয় করে নিয়েছেন দর্শকদের। আর এই দর্শকদের ভালোবাসার টানেই বারবার সেলিব্রেটিরা ছুটে যান শোয়ের মঞ্চে। সম্প্রতি তেমনই একটি শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর যেখানে অজস্র ভক্তদের মাঝে হাজির হয়েছেন সকলের প্রিয় দীপা। যদিও এদিন দীপার বেশে নয় অভিনেত্রী ধরা দিয়েছিলেন স্বস্তিকা রূপেই।

‛ভ্যালেন্টাইন্স ডে’ উপলক্ষে এদিন হাজির হয়েছিলেন অভিনেত্রী। এদিন মঞ্চে উপস্থিত হয়ে দীপা দু-এক কথা বলার পরই অনুরাগীদের গান গেয়ে শোনান। শুধু তাই নয় তাকে নাচতেও দেখা যায়। এদিন সিকয়েন্সের পোশাকে ধরা দিয়েছিলেন সকলের প্রিয় স্বস্তিকা। ‛Ashirbad Studio’ নামের একটি ফেসবুক পেজ ও ‛Ashirbad Studio Official’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলি ভাইরাল হয়েছে।