সেরা অনস্ক্রিন কাপলের পুরস্কার পেলেন সকলের প্রিয় সূর্য-দীপা ওরফে দিব্যজ্যোতি-স্বস্তিকা, শুভেচ্ছা নেটিজেনদের

বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে। আর তা হল ‛কষ্ট করলে কেষ্ট মেলে’। এবার সত্যি সত্যি সেই কেষ্টই মিললো সূর্য-দীপার অর্থাৎ দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta) ও স্বস্তিকার (Swastika Ghosh)। কি বিষয়টা ঠিক বোধগম্ম হলনা নিশ্চই? পুরোটাই খোলসা হবে ধীরে ধীরে। তার আগে বলে রাখি যে, এই মুহূর্তে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। গত সপ্তাহেও ৯.৩ রেটিং নিয়ে প্রথম স্থান দখল করে রেখেছে এই সিরিয়াল।
View this post on Instagram
বর্তমানে সূর্য-দীপার মধ্যেকার টানাপোড়েন সহ মিশকার শয়তানি ও অন্যদিকে সোনা-রুপার খুনসুটি বেশ উপভোগ করছেন দর্শকেরা। এককথায় বলা চলে এই বাচ্চা মেয়ে দুটোই যেন প্রতিটি দর্শককে আটকে রেখেছে টিভির পর্দায়। সিরিয়ালের প্রত্যেকটি মানুষ নিজের নিজের মতোন করে সেরাটা দেওয়ার চেষ্টা করে। আর এবার তারই পুরস্কার পেলেন দিব্যজ্যোতি ও স্বস্তিকা।
View this post on Instagram
বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এর সেরা অনস্ক্রিন কাপলের পুরস্কার পান দিব্যজ্যোতি ও স্বস্তিকা। এদিন কলকাতার নামী পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমনকি অন্যদিকে অভিনেত্রী সোহিনী সরকারও (Sohini Sarkar) পুরস্কার পান ‛শ্রীকান্ত’ ওয়েব সিরিজের জন্য। এদিন কমলা রঙের জামদানি ও ডিজাইনার ব্লাউজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। স্মারক ও ট্রফি হাতে তার একাধিক ছবি ক্যামেরাবন্দী হয়েছে।
View this post on Instagram
অভিনেত্রী স্বস্তিকা এদিন নিজের আনন্দের মুহূর্ত শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। একটি ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে স্বস্তিকার পরণে রয়েছে কালো রঙের ফ্যাশানেবেল ড্রেস। আর দিব্যজ্যোতির পরণে রয়েছে কালো শার্ট ও বেইজ রঙের কোর্ট। ট্রফি হাতে দুজনেই পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। ছবি শেয়ার করে স্বস্তিকা ক্যাপশনে লিখেছেন যে, ‛ধন্যবাদ দর্শক। বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ সিজন ২। সেরা অনস্ক্রিন কাপল’।
View this post on Instagram
পাশাপাশি ‛অনুরাগের ছোঁয়া’ টিমকেও ধন্যবাদ জানিয়েছেন। ছবি শেয়ার করতেই অনেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি তাদের কো-স্টার রূপাঞ্জনা মিত্রও শুভেচ্ছা জানাতে একেবারেই ভোলেননি।