×
EntertainmentVideoViral Video

নেই ভয়ডর! বিশাল বড় পাইথনকে জড়িয়ে চুমু খেল ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য, দেখে তাজ্জব নেটিজেনরা

সম্প্রতি একটি ভিডিও (Video) শেয়ার করেছেন অভিনেতা। তাও আবার সাপের সঙ্গে। তবে এ কিন্তু কোনো সাধারণ সাপ নয়। এটা হল পাইথন।

সাপকে জড়িয়ে চুমু খেতেই নেটিজেনদের বিদ্রুপের মুখে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। বাংলা টেলিভিশন জগতের সুপরিচিত একজন অভিনেতা হলেন দিব্যজ্যোতি। ‛জয়ী’ ধারাবাহিকের দৌলতে দর্শকদের নজর কেড়েছিলেন। এরপর একেরপর এক সিরিয়ালের দৌলতে দর্শকদের কাছের হয়ে ওঠেন। বর্তমানে তাকে স্টার জলসার পর্দায় ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সূর্য নামের চরিত্রে দেখা যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

বর্তমানে অভিনেতা পরিবারের সঙ্গে ব্যাংককে বেশ ভালো সময় কাটাচ্ছেন। পুজোর ছুটি পেয়েই থাইল্যান্ডে পৌঁছে গেছেন। আর সেখান থেকেই একেরপর এক ছবি-ভিডিও পোস্ট করে তাক লাগাচ্ছেন অনুরাগীদের। কখনও তাকে নীল জলরাশির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে। আবার কখনও তাকে সাফারি পার্কে ফ্যামিলি পিকচারে দেখা যাচ্ছে। সবমিলিয়ে এই ট্রিপ দারুন উপভোগ করছেন অভিনেতা দিব্যজ্যোতি।

নেই ভয়ডর! বিশাল বড় পাইথনকে জড়িয়ে চুমু খেল ‘অনুরাগের ছোঁয়া'র সূর্য, দেখে তাজ্জব নেটিজেনরা -

তবে, সম্প্রতি একটি ভিডিও (Video) শেয়ার করেছেন অভিনেতা। তাও আবার সাপের সঙ্গে। তবে এ কিন্তু কোনো সাধারণ সাপ নয়। এটা হল পাইথন। অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, ইয়া বড় হলুদ রঙের পাইথনকে প্যাঁচ দিয়ে গলায় জড়িয়ে আছে দিব্যজ্যোতি। শুধু জড়িয়েই আছে তাই নয়, হাসিমুখে পাইথনের গায়ে আবার চুমুও খাচ্ছেন। তবে সাপটা এতটাই বড় আর ভারী যে, কোনোক্রমে সাপটিকে ধরে রেখেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

যদিও এরপরেও দিব্যজ্যোতি মুখে ভয়ের লেশমাত্র নেই। বরং সাপটিকে নিয়ে বেশ ভালোই মেতে আছেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ অবাক হয়েছেন। আবার কেউ বিদ্রুপও করেছেন। একজন লিখেছেন যে, ‛খতরো কে খিলাড়িতে চলে যাও’। আবার কেউ লিখেছেন ‛মিশকা থাকতে এটার কি প্রয়োজন সূর্য?’। সবমিলিয়ে তুমুল ভাইরাল অভিনেতার এই ভিডিও।