১০০% লাভ, দুর্দান্ত গান গেয়ে মঞ্চ মাতালেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

প্রকাশ্য মঞ্চে ‛১০০% লাভ’ সিনেমার টাইটেল ট্র্যাক গেয়ে মনজয় করলেন মিশকা ওরফে অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। মিশকার আবার মনজয় তাই ভাবছেন নিশ্চই? যে মানুষটা দীপা-সূর্যর সুখ-শান্তি দিনেরপর দিন ধরে নষ্ট করে আসছে সে আবার মনজয় করবে কিভাবে এ প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খায়। তাহলে বলে রাখি যে, অভিনেত্রী মিশকা নামের একটি চরিত্রে অভিনয় করেন। আসলে তিনি মানুষ হিসেবে অহনা নামেই বাঁচেন।
এই মুহূর্তের দাঁড়িয়ে বেঙ্গল টপার ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, কিভাবে মিশকা বছরের পর বছর ধরে সূর্যকে ভুল বুঝিয়ে রেখেছে। যার ফলে আজও দীপা ও সূর্যর মধ্যে লক্ষ যোজন দূরত্ব। এমনকি এতটাই দূরত্ব যে, দীপার গর্ভের সন্তানকে আজও সূর্য নিজের সন্তান বলে মানতে চায়না। তবে, তারপরেও সোনা ও রূপা নিজেদের মতোন করে বড় হয়ে উঠেছে।
ধারাবাহিকে মিশকাকে মানুষ যতটা অপছন্দ করেন অহনাকে কিন্তু ততটাই পছন্দ করেন। আর তাইতো শ্যুটিংয়ের পরে কষ্ট করে হলেও অডিয়েন্সের সঙ্গে দেখা করতে স্টেজ শোয়ের মঞ্চে হাজির হয় অহনা। তেমনই সম্প্রতি হাজির হয়েছিলেন একটি মঞ্চে। সোজা শ্যুটিং থেকে আসার কারণে এদিন মিশকার লুকেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তবে, আদতে ভিতরের মানুষটা যে অহনা তা খোলসা করে জানান।
এদিন অহনা মঞ্চে আসতেই অডিয়েন্সের মধ্যে থেকে একজন তাকে ‛আই লাভ ইউ’ বলেন। অহনা জানান মিশকা দুস্টুমি করলেও অহনা কিন্ত একেবারেই তেমনটা নয়। সে কারোর ঘর ভাঙে না। এভাবেই কিছুক্ষন ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার পর অহনাকে ‛১০০% লাভ’ সিনেমার টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায়। ‛ASHIRBAD PHOTOGRAPHY’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।