Anurager Chhowa: মৃত্যুর মুখে দীপা! স্ত্রীকে বাঁচাতে মরিয়া সূর্য, টিভির আগে ফাঁস আগামী পর্ব
ফের একবার মৃত্যুমুখে দীপা! স্ত্রীকে বাঁচাতে প্রানপন লড়াইয়ে নামলো সূর্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

মৃত্যুমুখে দীপা! তাকে বাঁচাতে মরিয়া সূর্য। ফের একবার টানটান পর্বের মুখে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ইতিমধ্যেই সূর্য জেনে গিয়েছে যে, সোনা-রুপা (Sona-Rupa) তারই সন্তান। এতদিন ধরে দীপা তাকে যা বলে এসেছে সেটাই সত্যি। সে শুধু শুধু দীপাকে ভুল বুঝে এসেছে। যারকারণে সে এখন আফসোস করছে। এমনকি তড়িঘড়ি ছুটে যায় দীপার কাছে। ওদিকে হঠাৎ করে দীপা অসুস্থ হয়ে পড়ায় লাবন্য ও প্রবীর মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে।
দীপাকে (Dipa) এই অবস্থায় দেখে তো রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে সোনা-রুপা সহ লাবন্য। হাসপাতালের মধ্যেই লাবন্য হাহাকার করছে দীপাকে বাঁচানোর জন্য কি কেউ নেই? আর সেই মুহূর্তেই সূর্য এসে হাজির হয়। সে জানায় সে দীপাকে বাঁচবে। এরপর সূর্য সমস্ত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে থাকে। এমনকি এক ডাক্তারের কাছে অনুরোধ করতে থাকে যেভাবেই হোক যেন তার স্ত্রীকে বাঁচায়।
ওদিকে মিশকা দীপার (Mishka-Dipa) খোঁজে তার বাড়ি যায়। আর সেখানে এসে জানতে পারে যে, দীপা হাসপাতালে। এই শুনে তো সে মনে মনে আনন্দ পায়। এমনকি নিশ্চিত হয় যে এবার আর দীপা ফিরবে না। ওদিকে হঠাৎ করেই দীপার শারীরিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ডাক্তাররা কোনো আশা-ভরসা পায় না। আর সেই সময় সূর্য দীপাকে সাহস যোগায়। বলে তাকে ফিরে আসতেই হবে। এমনকি দীপার এই অবস্থায় সূর্য দীপার কাছে ক্ষমাও চায়।
অবশেষে সূর্যের (Surya) বলা কথায় ধীরে ধীরে দীপার শারীরিক পরিস্থিতি উন্নতি হতে থাকে। ওদিকে মিশকা হাসপাতালে এসে লুকিয়ে সমস্ত কথা শোনে। দীপার প্রতি সূর্যের আচরণ দেখে সে খানিকটা অবাক হয়। কেননা, তার চক্রান্ত অনুযায়ী সূর্যের কাছে মিথ্যে রিপোর্ট পৌঁছানোর কথা। কিন্তু তা তো আর হয়নি। এরপর মিশকা দীপার কেবিনে যায়। এমনকি দীপার কাছে গিয়ে বলতে থাকে তার শেষের সময় তাকে মিশকার মুখ দেখেই নাকি মরতে হবে।
এবার দেখার পালা আগামী দিনে কোনদিকে মোড় নেয় ধারাবাহিক। সূর্যর কাছে কি ধরা পড়বে মিশকার শয়তানি। তা বলবে সময়ই।