Entertainment

সেনগুপ্ত পরিবারে জোড়া অন্নপূর্ণা, ছোট্ট সোনা ও রুপার এই রুপ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

Advertisement

Anurager Chhowa: মিশকা সূর্যের বউ নয়! সাধের অনুষ্ঠানে হাটে হাঁড়ি ভাঙলো উর্মি। বোনের মুখে এমন কথা শুনে তো অবাক দীপা। মুহূর্তে ভাইরাল ভিডিও। যতদিন এগোচ্ছে ততই যেন একেরপর এক চমক আসছে ‛অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। আর যেই কারণে ধারাবাহিক থেকে চোখ সরছে না কারোর।

সেনগুপ্ত পরিবারে জোড়া অন্নপূর্ণা, ছোট্ট সোনা ও রুপার এই রুপ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

সকলেই জানেন নিশ্চই হাসপাতলে গিয়ে দীপা জেনে গিয়েছে যে, সে সেদিন একটি নয় দুটি সন্তানের জন্ম দিয়েছিল। আর এই কথা শোনার পর থেকেই তার মাথায় হাত পরেছে। নিজের আরেক সন্তানকে খুঁজে বের করার জন্য সে মরিয়া। উল্টোদিকে সেনগুপ্ত বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়। আর সেখানে হাজির হয় দীপা। লাবণ্য সেনের সঙ্গে নিজের হারানো সন্তানের বিষয়ে কথা বলার জন্যই এদিন সে এসেছে ওই বাড়িতে।

কিন্তু পুজোর কারণে লাবণ্য সেন ব্যস্ত থাকায় দীপা কোনোভাবেই তার সঙ্গে কথা বলতে পারে না। অবশেষে দীপা একটি চিঠি লিখে সেটি জয়ের হাতে দিয়ে চলে যায়। ওদিকে দীপাকে সেনগুপ্ত বাড়িতে দেখে উর্মি মনে মনে একটি প্ল্যান সাজিয়ে ফেলে। সে ভাবে মিশকাকে সরাতে হলে তার দীপাকে প্রয়োজন। আর তাই সে নিজের মা ও দিদাকে জানায় দীপা যেন তার সাধের অনুষ্ঠানে থাকে। ওদিকে লাবণ্য সেন দীপার চিঠি পড়ে বুঝতে পারে যে, দীপা তার যমজ সন্তানের বিষয়ে সব জেনে গিয়েছে।

এরপর শুরু হয় উর্মির সাধের অনুষ্ঠান। যেখানে সূর্য-মিশকা সহ দীপা সকলেই উপস্থিত থাকে। এরপর একে একে সবাই উর্মিকে আশীর্বাদ করে। তবে, সূর্যর পালা এলে মিশকা সূর্যকে বলে তারা একসঙ্গে আশীর্বাদ করবে। আর এই কথা শুনে উর্মি রুখে দাঁড়ায়। মিশকাকে বলে যে, তুমি কেন আশীর্বাদ করবে? আশীর্বাদ তো বিবাহিত মহিলারা আর যাদের বাচ্চা হয়ে গেছে তারা করে। কিন্তু তুমি তো অবিবাহিত। তাহলে তুমি কেন আমাকে আশীর্বাদ করবে?

সেনগুপ্ত পরিবারে জোড়া অন্নপূর্ণা, ছোট্ট সোনা ও রুপার এই রুপ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

উর্মির মুখে এমন একটি কথা শুনে অবাক হয়ে যায় দীপা। তাহলে কি এবার মিশকার মিথ্যে ফাঁস হতে চলেছে? যদিও তা বলবে ধারাবাহিকের আগামী পর্বগুলি। কিন্তু এই এপিসোডে দর্শকদের সব থেকে ভালো লেগেছে সোনা ও রুপার লুক। তাদের দেখে সাক্ষাৎ অন্নপূর্ণা বলছে দর্শকরা।