EntertainmentVideoViral Video

‘যতই ঘুড়ি ওড়াও রাতে’, নেচে-গেয়ে মঞ্চ মাতালেন ‘অনুরাগের ছোঁয়া’র দীপা, ভাইরাল ভিডিও

Advertisement

জিৎ (Jeet) অভিনীত ‛বচ্চন‘ সিনেমার ‛যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে‘ গান গেয়ে ফের একবার দর্শকদের মনজয় করলেন দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানের গলা দীপার। আর সেটা আবারও একবার প্রমাণিত হল। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।

'যতই ঘুড়ি ওড়াও রাতে', নেচে-গেয়ে মঞ্চ মাতালেন 'অনুরাগের ছোঁয়া'র দীপা, ভাইরাল ভিডিও

এক শ্যামবর্ণা মেয়ের সমাজের হয়ে সংগ্রামের গল্পই উঠে এসেছে সিরিয়ালের পর্দায়। খুবই অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র হল দীপা-সূর্য। আর এই দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। টিভির পর্দায় এটাই তার প্রথম ধারাবাহিক। আর সিরিয়ালের হাত ধরে প্রতি বছর নতুন নতুন মুখ উঠে আসে টিভির পর্দায়। আর তেমনই নতুন একটি মুখ হলেন স্বস্তিকা।

'যতই ঘুড়ি ওড়াও রাতে', নেচে-গেয়ে মঞ্চ মাতালেন 'অনুরাগের ছোঁয়া'র দীপা, ভাইরাল ভিডিও

অভিনেত্রীর এটা প্রথম সিরিয়াল হলেও তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি সহজেই মনজয় করে নিয়েছেন দর্শকদের। আর এই দর্শকদের ভালোবাসার টানেই বারবার সেলিব্রেটিরা ছুটে যান শোয়ের মঞ্চে। সম্প্রতি তেমনই একটি শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এদিন পশ্চিম বামুনিয়া রাস উৎসবে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তবে, এদিন দীপার বেশে নয় অভিনেত্রী ধরা দিয়েছিলেন স্বস্তিকা রূপেই।

'যতই ঘুড়ি ওড়াও রাতে', নেচে-গেয়ে মঞ্চ মাতালেন 'অনুরাগের ছোঁয়া'র দীপা, ভাইরাল ভিডিও

ভিডিওর প্রথমেই অভিনেত্রী বলেন যে, ছেলেরা এখন আইপিএল দেখছে। আইপিএল ছেড়ে দিয়ে তারা সিরিয়াল দেখবে এটা অস্বাভাবিক বিষয়। কিন্তু তারপরেই অভিনেত্রী বলেন যে, আইপিএলের সঙ্গে সঙ্গে অনুরাগের ছোঁয়াও দেখতে। আর তারপরই গান শুরু করেন। এদিন বাংলা ‛বচ্চন’ সিনেমার ‛যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে’ গান গেয়ে স্বস্তিকা একবারে জমিয়ে দেন মঞ্চ।

এদিন তার পরনে ছিল সাদা ও আকাশি কম্বিনেশনের টপ ও প্যান্ট। খোলা চুলে একেবারে মেকআপ ছাড়া লুকে এদিন ধরা দিয়েছিলেন অভিনেত্রী। দীপার গান শুনে নেটিজেনরাও মুগ্ধ। আর তাইতো কমেন্ট বক্স জুড়ে বইছে প্রশংসার বন্যা। ‛Ashirbad Studio‘ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল দীপার গান।