Entertainment

অসুস্থ শ্বশুরের কথায় বাড়ি ফিরতে রাজি দীপা, এই কথা শুনে রেগে আগুন সূর্য! এপিসোড দেখে বিরক্ত দর্শকরা

Advertisement
Advertisements

দিদিভাই তোমার কে হয়? দীপাকে প্রশ্ন রুপার। ওদিকে দীপাকে সেনগুপ্ত পরিবারে ফিরে যাওয়ার আর্জি জানালো সূর্যর বাবা। একেরপর এক ধামাকাদার পর্ব আসতে চলেছে ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকে।  সকলেই জানেন যে, নিজের হারানো সন্তানকে ফিরে পাওয়ার জন্য বর্তমানে মরিয়া হয়ে উঠেছে দীপা। আর তাইতো মিশকার বলা মিথ্যেকেও সে সত্যি বলে ধরে নিয়েছে।

অসুস্থ শ্বশুরের কথায় বাড়ি ফিরতে রাজি দীপা, এই কথা শুনে রেগে আগুন সূর্য! এপিসোড দেখে বিরক্ত দর্শকরা

আর সেই ধরেই মিশকা (Miska) দীপার (Dipa) থেকে ডির্ভোস পেপারে সই করিয়ে নিতে চাইছে। যদিও সূর্য এসে পড়ায় তা সম্ভব হয়নি। কিন্তু মিশকা বারে বারে দীপাকে ফোন করে মেয়ে নাকি স্বামী কোনটা চায় সেই হুমকি দিয়ে চলেছে। ওদিকে রুপা লাবণ্য সেনের মতো সেজে দীপার সামনে হাজির হয়। এমনকি দীপাকে প্রশ্ন করে তার সঙ্গে হিংসুকুটির দিদি ভাইয়ের এত মিল কেন?

অসুস্থ শ্বশুরের কথায় বাড়ি ফিরতে রাজি দীপা, এই কথা শুনে রেগে আগুন সূর্য! এপিসোড দেখে বিরক্ত দর্শকরা

এসবের মাঝেই সকলে ব্যস্ত সূর্যর বাবাকে নিয়ে। কেননা তার হার্ট অ্যাটাক হয়েছে। তাই বর্তমানে সে হাসপাতালে ভর্তি। যদিও সে অসুস্থ কিন্তু তার সঙ্গে কিছুটা ভান করে সে চালে মোক্ষম চাল। তার শেষ সময়ে সে তার বড় বৌমা অর্থাৎ দীপাকে দেখতে চায়। বাবার ইচ্ছে পূরণ করতে সূর্য ও দীপাকে হাসপাতালে ডাকে। তড়িঘড়ি দীপাও রুপাকে না খাইয়ে হাসপাতালে এসে হাজির হয়।

অসুস্থ শ্বশুরের কথায় বাড়ি ফিরতে রাজি দীপা, এই কথা শুনে রেগে আগুন সূর্য! এপিসোড দেখে বিরক্ত দর্শকরা

আর সেখানেই সূর্যর (Surya) বাবা দীপাকে হাত ধরে অনুরোধ করে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসতে। আর একথা শুনে সকলেই অবাক হয়ে যায়। সূর্যও রেগে যায় এই কথা শুনে। এমনকি উর্মি তো ভাবতে থাকে দীপাকে কিভাবে না ফেরানো যায়। কেননা তার ধারণা দীপা ফিরলেই সবকিছু দীপার হয়ে যাবে। তখন তার উপর ছড়ি ঘোরাবে। আর এই দিনদিন একঘেয়েমি ঘটনা দেখে বিরক্ত প্রকাশ করছে দর্শকরা।