‘তাপসীর স্তনের থেকে আমার স্তন বড়’! পরিচালক অনুরাগ কাশ্যপের মন্তব্য ঘিরে হইচই সোশ্যাল মিডিয়ায়

‛আমার স্তন তাপসীর স্তনের থেকে বড়’। জে. আর. সিদ্ধার্থ খান্নার শোতে এসে এমনই মন্তব্য করলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এই মুহূর্তে তাপসী পান্নু (Taapsee Pannu) ও অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) ব্যস্ত তাদের নতুন ছবি ‛Dobbaaraa’ নিয়ে। এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন এই জুটি। ছবির প্রমোশনে এসে এমনই এক মন্তব্য করে বসলেন পরিচালক মশাই। যা নিয়ে তোলপাড় নেট মাধ্যম।
জে. আর. সিদ্ধার্থ খান্নার শোতে এসে ‛Dobbaaraa’ র প্রোমোশনের পাশাপাশি উঠে আসে রণবীর সিংয়ের ছবির প্রসঙ্গ। দিন কয়েক আগেই যে নগ্ন ফটোশ্যুটের কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা তা নিয়েই কথা চলতে থাকে। এমনকি রণবীরের শরীরী ভাজের প্রশংসাও করেন অভিনেত্রী। আর তারপর তাঁকে প্রশ্ন করা হয় যে, তাকে যদি এ ধরণের শ্যুট করতে বলা হয় তাহলে তিনি কি করবেন?
এই কথা শুনে একপ্রকার ঘাবড়ে যান তাপসী। আর তারপরই পরিচালক মশাই নিজের সঙ্গে তাপসীর (Taapsee Pannu) তুলনা টানেন। আর বলেন ‛আমার স্তন তাপসীর স্তনের থেকে বড়’। পরিচালকের মুখে এমন কথা শুনে হেসে কুটোপুটি খেয়েছেন নায়িকা। যদিও পুরো ঘটনাটাই মজার ছলে করেছেন। আগামী ১৯ আগস্ট মুক্তি পেয়েছে ‛Dobbaaraa’। ২৬ বছর আগের খুন। যা ঘিরেই ঘনিয়েছে রহস্য। ছমছমে পরিবেশে এই ভৌতিক ছবি কতটা মনজয় করতে পারে দর্শকদের সেটাই এখন দেখার।