Entertainment

একদম ভালো লাগেনি! অরিজিত সিংয়ের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেন অনুরাধা পাড়োয়াল

Advertisement
Advertisements

কখন নিজের গান শুনি জানেন? যখন নিজের গানের রিমেক শুনে আতঙ্কিত হয়ে পড়ি। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)। আর এই রিমেক প্রসঙ্গে উঠে এসেছে অরিজিৎ সিংয়ের নাম। বর্তমানে আপামর মানুষের কাছে আবেগের আরেকটি নাম হল অরিজিৎ সিং (Arijit Singh)। কাশ্মীর থেকে কন্যাকুমারীর নয়নের মনি তিনি। তার গান ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

এমনকি বড় বড় সঙ্গীত শিল্পীরাও তার গানের প্রশংসা করেছেন। তবে, এবার তার গান নিয়ে সমালোচনায় সরব হলেন বলিউডের বর্ষীয়ান গায়িকা অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)। তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। ১৯৭৩ সালে ‛অভিমান’ ছবি দিয়ে সঙ্গীতের সফর শুরু করেছিলেন তিনি। এরপর আশি ও নব্বইয়ের দশকে একেরপর গান দিয়ে তিনি সকলের মনজয় করেছেন। এমনকি পেয়েছেন সেরা গায়িকার স্বীকৃতি।

শুধুমাত্র প্লে-ব্যাক গান নয় ভক্তিগীতি গান গেয়েও শ্রোতাদের মনজয় করে নিয়েছেন। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের রি-মিক্স ট্রেন্ড নিয়ে মুখ খুললেন অনুরাধা পাড়োয়াল (Anuradha Paudwal)। গায়িকা বলেছেন যে, ‛আজ ফির তুমপে’ গানের রিমিক্স শুনে তিনি নাকি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এমনকি কেঁদেও ফেলেছিলেন। ১৯৮৮ সালে ‛দয়াবান’ সিনেমায় ‛আজ ফির তুম পে’ গানটি গেয়েছিলেন অনুরাধা ও পঙ্কজ উদাস।

আর সেই গানটি ২৬ বছর পর ‛হেট স্টোরি ২’ তে রিমিক্স ভার্সানে গান অরিজিৎ সিং (Arijit Singh)। এর সেটা একেবারেই পছন্দ হয়নি গায়িকার। অনুরাধার বক্তব্য তিনি মাঝেমধ্যেই নিজের গান শোনেন কিন্তু সেগুলো ভক্তিগীতি। কিন্তু অরিজিতের রিমেক গানটি তার এতটাই খারাপ লেগেছিল যে তিনি সেটি ভুলতে নিজের গাওয়া গানটি বার কয়েক শোনেন। এমনকি তিনি নাকি এই গান শুনে কেঁদেও ফেলেছিলেন বলে জানিয়েছেন। এরপর নিজের গাওয়া গান শোনার পর নাকি তার মনে শান্তি ফিরে আসে।