Beautiful, শাড়ি পরে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত ভঙ্গিমায় অসাধারণ নাচ মিঠাই কন্যা মিষ্টির, ভাইরাল ভিডিও

বলিউডের (Bollywood) এভারগ্রীন সং ‛Badi Mushkil Baba Badi Mushkil’ গানে রিল ভিডিওতে (Video) তাক লাগালেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। ২০০১ সালে রিলিজ করা সিনেমা ‛লজ্জা’-তে এই গানটি গেয়েছিলেন অলকা ইয়াগণিক। আর এই গানে জমিয়ে নেছেছিলেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। এমনকি সঙ্গে ছিলেন মনীষা কৈরালা (Manisha Koirala)। আর এবার সেই গানের তালেই নাচতে দেখা গেল পর্দার মিষ্টিকে।
View this post on Instagram
বাংলা টেলিভিশনের (Television) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। টিআরপি তালিকায় প্রথম দশে না থাকলেও মিঠাইয়ের (Mithai) প্রতি দর্শকদের ভালোবাসার নেই কোনো মাপকাঠি। আর যা নির্ভরও করেনা নম্বরের উপর। আগাগোড়াই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলে এসেছেন যে, টিআরপি তালিকা নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই। কিন্তু তারা যেন দর্শকদের অফুরান ভালোবাসা থেকে কোনোদিনও বঞ্চিত না হন। আর সেটাই যেন অক্ষরে অক্ষরে পালন করছেন ভক্তরা।
View this post on Instagram
দু-বছরের পুরোনো এই ধারাবাহিক আজও এতটাই জনপ্রিয় মানুষের কাছে যে, সদ্য শুরু হওয়া দু-মাসের ধারাবাহিককেও টেক্কা দেয়। আর তার প্রমান ‛বালিঝড়’ (Balijhor) সিরিয়াল। বর্তমানে সকলেই জানেন নিশ্চই মিঠাই ও সিডের দুটি সন্তান। একজন হল শাক্য আর অন্যজন হল মিষ্টি। আর এই মিষ্টির চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। পর্দায় তার মিষ্টি অভিনয় ইতিমধ্যেই মনজয় করে নিয়েছে সকলের।
View this post on Instagram
সিরিয়ালে যেমন সে পাকা পাকা কথা বলে বাস্তবেও কিন্তু অনুমেঘা তেমন। শুধু কি তাই অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ এই খুদে অভিনেত্রী। মাঝেমধ্যেই রিল ভিডিওতে (Video) নজর কাড়েন। সম্প্রতি এবার তাকে দেখা গেল ‛Badi Mushkil Baba Badi Mushkil‘ গানে নাচতে। তার পরণে রয়েছে লাল রঙের গোল্ডেন পার বসানো শাড়ি। সঙ্গে ম্যাচিং ব্লাউজ। মাথায় ফুল দেওয়া।
ভিডিও শেয়ার করে অনুমেঘা (Anumegha Kahali) ক্যাপশনে লিখেছেন যে, ‛শুক্রবারের মজা আরম্ভ’। ভিডিও শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛কিউট’। আবার কেউ লিখেছেন ‛মিষ্টি সোনা’। কেউ আবার হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল অনুমেঘার ভিডিও (Video)।