‘আমার ছেলে অনাথ নয়’! না জিজ্ঞাসা করে অভিমন্যুকে খাইয়ে দেওয়ায় গুড্ডির ওপর চটে লাল অনুজ

অভিমুন্যকে নিয়ে অনুজ ও গুড্ডির মধ্যে লাগলো তুমুল ঝামেলা। ‛গুড্ডি গায়ে পড়া মেয়ে’। নতুন পর্ব দেখে এমনটাই মত নেটিজেনদের। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার পর্দায় তুমুল চর্চিত তথা সমালোচিত ধারাবাহিক হল ‛গুড্ডি’ (Guddi)। একটা সময় এই ধারাবাহিকের কনসেপ্টয়ের কারণে তুমুল প্রশংসিত হয়েছিল এই ধারাবাহিক। কিন্তু বর্তমানে কেউ পছন্দ করলেও অধিকাংশ মানুষই এই সিরিয়ালটি বন্ধের দাবি তোলেন।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, প্রথম থেকেই গুড্ডি, অনুজ, শিরিনকে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী দেখানো হয়েছে। কিন্তু যা পরে এসে দাঁড়িয়েছে চতুস্কোন প্রেমে। কিন্তু সেসব এখন অতীত। বর্তমানে গুড্ডি এখন এসপি। আর অনুজ ডিআইজি। গুড্ডিকে নতুন একটি প্রজেক্টের কাজ দিয়ে রূপপুর পাঠানো হয়েছে। আর সেখানেই মুখোমুখি হয়েছে অনুজ-গুড্ডি। এমনকি অনুজের সঙ্গে দেখা যাচ্ছে তার ছেলেকেও।
আর তাকে নিয়েই এবার তুমুল ঝামেলা বাঁধলো গুড্ডি-অনুজের মধ্যে। বর্তমান পর্ব গুলিতে দেখা যাচ্ছে যে, গ্রামেরই একটি সাঁওতালি উৎসবে নাচে মেতেছে গুড্ডি। আর সেখানে অনুজও তার ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছে। তারপরই গুড্ডি অনুজের ছেলেকে ডেকে নিয়ে যায়। যদিও অনুজের এতে আপত্তি থাকলেও তার ছেলে শোনে না। এমনকি গুড্ডি তাকে খাবারও খাইয়ে দেয়। আর সেই নিয়ে অনুজের সঙ্গে গুড্ডির খানিকটা বচসা বাধে।
আর তাতে গুড্ডিও জবাব দেয় যে, অনুজ তার সঙ্গে এভাবে কথা বলতে পারেনা। কিন্তু অনুজ একেবারেই চাইছে না গুড্ডি তার ছেলের ব্যাপারে কথা বলুক। সে যেই কাজের ব্যাপারে এসেছে সেটাই যেন করে। এভাবে খানিকক্ষণ তাদের মধ্যে কথাকাটাকাটি হওয়ায় পর অনুজ তার ছেলেকে নিয়ে সেই স্থান ছেড়ে চলে যায়। তবে, গুড্ডির এই অনুজ না চাওয়া সত্ত্বেও তার ছেলের উপর জোর খাটানো এককথায় গায়ে পড়া স্বভাব নেটিজেনরা ভালো চোখে দেখছে না।