পরকীয়ার দিন শেষ! মারা গেল ‘অনুজ’, গুড্ডির এই ট্র্যাক দেখে হতবাক দর্শকরা

ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হল অনুজের! টানটান পর্বের মুখে ‛গুড্ডি’ (Guddi) । দীর্ঘদিন ধরে স্টার জলসার(Star Jalsa) পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক হল ‛গুড্ডি’। যতদিন এগিয়েছে ততই যেন এই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়েছেন অনুরাগীরা। একটা সময় এই ধারাবাহিকের গল্পের কারণে প্রশংসিত হতো সকলের কাছে। কিন্তু পরবর্তীকালে সেই ধারাবাহিকই বন্ধের দাবি তুলেছেন সকলে। আর তা হল চতুস্কোন প্রেমের কাহিনী।
অনুজ-গুড্ডি-যুধাজিৎ ও শিরিনকে নিয়ে একেরপর এক টানাপোড়েন দেখানো হয়েছে ধারাবাহিকে। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন যে, গুড্ডিকে খুন করার চেষ্টার অপরাধে শিরিনকে (Shirin) জেলে পাঠিয়েছে অনুজ (Anuj)। আর তারপর থেকে অনুজের ছেলে অভিমুন্য (ডাক নাম পূবলু) গুড্ডির কাছেই থাকতো। এমনকি সেই নিয়ে দিন কয়েক আগে পর্যন্তও গুড্ডির সঙ্গে তুমুল ঝামেলা হয় যুধাজিতের। এছাড়াও অনুজের সঙ্গে দেখা করা নিয়েও যুধাজিৎ নানান উল্টো-পাল্টা কথা গুড্ডিকে শুনিয়েছে।
এরপর অনুজের জ্বর হওয়ায় তার দেখভাল করতে তারই বাড়িতে হাজির হয় গুড্ডি। সেই নিয়েও কম কথা শুনতে হয়নি গুড্ডিকে। জল পট্টি দেওয়া থেকে শুরু করে সব সেবাই করে গুড্ডি। কিন্তু লাভের লাভের কিছুই হয়না। অবশেষে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় অনুজের। আর তারপরই সব ভুল বুঝতে পেরে গুড্ডির কাছে ক্ষমা চায় যুধাজিৎ (Judhajit)। কিন্তু অনুজের মৃত্যুতে গুড্ডি একেবারে শোকে পাথর হয়ে গিয়েছে। সে না কারোর কোনো কথা শুনছে না কোনও জবাব দিচ্ছে।
তবে, অনুজের এই অকাল মৃত্যুর জন্য অনুজের বাবা ও যুধাজিৎয়ের মা গুড্ডি কেই দোষী করছে। অনুজের বাবার বক্তব্য গুড্ডি তার ছেলেকে শেষ করে দিয়েছে। অনুজের জীবনের অভিশাপই নাকি গুড্ডি। আর সেই কথায় মদত দিয়ে যুধাজিৎয়ের মাও নানান কথা বলছে গুড্ডিকে। কিন্তু সে নিজের মনে অনুজকে সাজিয়েই চলছে চন্দনের সাজে। এমনকি নিজের মনেই যেন অনুজের সঙ্গে হাজারও একটা কথা বলছে।
এমনকি শিরিন এসেও গুড্ডিকে (Guddi) কথা শোনায়। বলে পুবলুকে এখান থেকে নিয়ে যেতে। নাহলে গুড্ডি নাকি অনুজের মতো তার ছেলেকেও শেষ করে দেবে। অনুজের মৃত্যুর পর আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়ায় গুড্ডির জীবন সেটাই এখন দেখার।