×
Entertainment

ছেলেকে খাইয়ে দেওয়ায় রেগে আগুন অনুজ, কড়া জবাব দিল গুড্ডি, নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা

Guddi Serial New Promo: ফের একবার মুখোমুখি গুড্ডি-অনুজ। শুরু হতে চলেছে গুড্ডির (Guddi) নতুন অধ্যায়। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, গুড্ডি এখন আর সাধারণ কোনো মেয়ে নয়। সে এখন এসপি। বর্তমানে তাকে নতুন একটি প্রজেক্টের কাজ দিয়ে রূপপুর পাঠানো হয়েছে। আর সেখানেই মুখোমুখি হয়েছে অনুজ-গুড্ডি। অনুজও এখন প্রমোশন পেয়ে ডিআইজি হয়েছে। এমনকি সঙ্গে রয়েছে তার ছেলে।

ছেলেকে খাইয়ে দেওয়ায় রেগে আগুন অনুজ, কড়া জবাব দিল গুড্ডি, নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা -

কিন্তু শিরীনকে দেখা যাচ্ছে না গল্পে। অনুজের বক্তব্য তার ছেলে তার সঙ্গেই থাকে। এই সেই থেকে অনুমান করা যায় যে, হয়তো বা সন্তান হতে গিয়ে মৃত্যু হয়েছে শিরিনের। তবে, আসলে কি ঘটেছে তা জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। আর এসবের মাঝেই সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে একটি প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, গ্রামেরই একটি সাঁওতালি উৎসবে নাচে মেতেছে গুড্ডি।

ছেলেকে খাইয়ে দেওয়ায় রেগে আগুন অনুজ, কড়া জবাব দিল গুড্ডি, নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা -

আর সেখানে অনুজও তার ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছে। তারপরই গুড্ডি অনুজের ছেলেকে ডেকে নিয়ে যায়। যদিও অনুজের এতে আপত্তি থাকলেও তার ছেলে শোনে না। এমনকি গুড্ডি তাকে খাবারও খাইয়ে দেয়। আর সেই নিয়ে অনুজের সঙ্গে গুড্ডির খানিকটা বচসা বাধে। আর তাতে গুড্ডিও জবাব দেয় যে, অনুজ তার সঙ্গে এভাবে কথা বলতে পারেনা।

ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আশা মাত্রই পজেটিভ ও নেগেটিভ উভয় কমেন্টেই ভরে গিয়েছে কমেন্ট সেকশন। কেউ অনুজকে খিল্লি করে বলেছেন যে, ‛দুটো বিয়ে করলো একটাও টিকলো না’। আবার কেউ লিখেছেন ‛ইস্টি কুটুম’-র ফিল পেলাম। আবার কেউ এই ধারাবাহিককে ‛ফালতু সিরিয়াল’ বলেও কটাক্ষ করেছেন।