বাইকে চেপে কেত মেরেও হলোনা লাভ! শেষমেষ ইমপ্রেস করতে মৌনীর পায়ে ধরলেন অঙ্কুশ, হেঁসে খুন দর্শক

‛এত নাটক না করে ঐন্দ্রিলা কে বিয়ে করলে বেটার হত না?’। ডান্স বাংলা ডান্স-র (Dance Bangla Dance) মঞ্চে অঙ্কুশের কীর্তিকলাপ দেখে এমনটাই মত এক নেটিজেনের। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল ‛ডান্স বাংলা ডান্স’। গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
বর্তমানে তাকে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও মহাগুরু-র আসন অলংকৃত করতে দেখা যাচ্ছে। মিঠুন ছাড়াও বিচারকের আসনে দেখা যাচ্ছে তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee), শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।
আগের সিজেনে অভিনেতা বিক্রমের সঙ্গে অঙ্কুশের যুগলবন্দী বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। তবে, এবার বিক্রম না থাকলেও অঙ্কুশ একাই সামলাচ্ছেন মঞ্চ। আর সেখানে বিচারকের আসনে বসা বলি অভিনেত্রী মৌনীর সঙ্গে অঙ্কুশের দুস্টুমিষ্টি খুনসুটি কারোরই অজানা নয়। আর যা চুটিয়ে উপভোগও করেন দর্শকেরা। আর তেমনই একটি পর্বে অঙ্কুশকে দেখা যাচ্ছে মৌনীর সঙ্গে নাচতে।
View this post on Instagram
যদিও পরক্ষনেই মৌনী অঙ্কুশকে ইগনোর করে। তবে, একেবারে হাল ছাড়ার পাত্র নয় অঙ্কুশ। আর তাইতো পরক্ষনেই বাচ্চাদের বাইকে চেপে মৌনীকে ইমপ্রেস করতে চলে আসে। মৌনীকে বাইকের পিছনে বসতেও বলে। এমনকি ইমপ্রেস করতে মৌনীর পায়েও ধরেছেন অভিনেতা। যদিও মৌনী তা একেবারেই করেননি। তবে, অঙ্কুশের এই কান্ড দেখে হাসির ফোয়ারা উঠেছে মঞ্চে। অভিনেতার এই কমেডি অনেকেই এনজয় করলেও অনেকের কাছেই আবার ভালো লাগেনি।
আর তাইতো কেউ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন ‛এত নাটক না করে ঐন্দ্রিলা কে বিয়ে করলে বেটার হত না?’। আবার কেউ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে, ‛এগুলো কি একটা শো?’ সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও।
View this post on Instagram