বিয়ের আগে ছোট্ট হানিমুন! বেড়াতে গিয়ে রোম্যান্সে মেতেছে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি
টলিউডের নামকরা প্রথম সারির অভিনেতার মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। তাঁর অভিনয় ও নাচ দিয়ে সে জয় করে নিয়েছে সকল দর্শকের মন। তাঁকে দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল। অভিনয়ের পাশাপাশি সে একজন দক্ষ ড্যান্সারও বটে। তাঁর লুক, স্টাইল সবই পছন্দ করেন দর্শকেরা।
অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল সাত পাকে বাঁধা তে দুস্টু চরিত্রে তাঁর অভিনয় সকল দর্শকদের নজর কেড়েছিল। তার দুস্টু মিষ্টি হাসিতে মজেছিল সবার মন।
তবে, সম্প্রতি ঐন্দ্রিলার বড় পর্দায় নাম লিখিয়েছে। আর সেখানে অঙ্কুশ সঙ্গেই জুটি বেঁধেছেন ঐন্দ্রিলা। তবে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা রিল লাইফে জুটি বাঁধলেও তাঁরা যে রিয়েল লাইফ জুটি তা কারোরই অজানা নেই। এমনকি আসছে বছর যে তাঁরা সাত পাকে বাঁধা পড়তে পারেন সে গুঞ্জনও শোনা যাচ্ছে। আর তাই বিয়ের আগেই নতুন গাড়ি কিনে ফেলেছেন তারা।
আর এবার বিয়ের জল্পনার মধ্যেই নেটিজেনদের অনুমান যে, ঐন্দ্রিলাকে নিয়ে প্রি হানিমুন সেরে নিচ্ছেন অভিনেতা। আর তাই হিমাচল প্রদেশ উড়ে গেছেন অভিনেতা অঙ্কুশ। সম্প্রতি সেখান থেকেই নানান ছবি, ভিডিও পোস্ট করছেন তাঁরা। কখনও ১ ডিগ্রিতে হোটেলের রুমে বরফ জমার দৃশ্য থেকে শুরু করে কখনও আবার তাঁর ফ্যানের সঙ্গে ভিডিও করা। সবই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তারা। আবার কখনও সিমলা মল রোডে স্নো ফলসের এক সন্ধ্যায় একে অপরকে জড়িয়ে টাইট হাগ করা কোনো তাই বাদ রাখছেন বা টলিউডের এই কপোত-কপতি।
তবে, এবার সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন টলিউডের এই জনপ্রিয় জুটি। লতা জি ও সোনু নিগমের গাওয়া জনপ্রিয় গান “কিউ হাওয়া আজ হো গা রাহি” আর সেই গানেই প্রেমে মজেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। দেখলে মনে হবে কোনো হিন্দি সিনেমার রোমান্টিক গানের দৃশ্য। কিন্তু না, বেড়াতে গিয়ে এমনই রোমান্টিক মুডে ধরা দিলেন এই জুটি। বেশিরভাগ সময়ই তাঁদের দুস্টু মিষ্টি খুনসুটিতে দেখা যায় কিন্তু এই প্রথম তাঁদের এমন রোমান্টিক ভাবে দেখে খুশি তাঁদের ভক্তরা।
সবমিলিয়ে বিয়ের আগে শীতলতম দেশে শীতল ভালোবাসায় মেতেছে এই দুই অভিনেতা ও অভিনেত্রী। কখনও খুনসুটি কখনও আবার আলিঙ্গন। প্রেম যে কোন বাঁধা মানে না তা এই জুটিকে দেখলে বেশ স্পষ্ট। সম্প্রতি তাঁদের পোস্ট করা ছবি হোক বা ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে সোস্যাল মিডিয়ায়।