×
Entertainment

ঐন্দ্রিলা নাকি ইশা! কার সাথে জুটি বাঁধছেন অঙ্কুশ? জল্পনা তুঙ্গে টলিপাড়ায়

টলিউডের নামকরা প্রথম সারির অভিনেতার মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। তাঁর অভিনয় ও নাচ দিয়ে সে জয় করে নিয়েছে সকল দর্শকের মন। তাঁকে দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল। অভিনয়ের পাশাপাশি সে একজন দক্ষ ড্যান্সারও বটে। তাঁর লুক, স্টাইল সবই পছন্দ করেন দর্শকেরা।

অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল সাত পাকে বাঁধা তে দুস্টু চরিত্রে তাঁর অভিনয় সকল দর্শকদের নজর কেড়েছিল। তার দুস্টু মিষ্টি হাসিতে মজেছিল সবার মন।

ADVERTISEMENT

আপাতত অঙ্কুশ এবং ঐন্দ্রিলা এখন রিয়েল লাইফ জুটির পাশাপাশি রিল লাইফ জুটি হিসেবেও কাজ করছেন। তবে, এই জুটির পাশাপাশি এই ছবিতে আরও এক জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করবেন। আর সে হল ঈশা সাহা। আর তাই অঙ্কুশ-ঐন্দ্রিলার কেমিস্ট্রির পাশাপশি অঙ্কুশ- ইশার কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।

জানা গিয়েছে, এটি একটি রোমান্টিক কমেডি ছবি। শেক্সপিয়ারের “কমেডি অব এররস” সূত্র ব্যাবহার করে চিত্তনাট লেখা হয়েছে। তবে, এখনও ছবির নাম ঠিক হয়নি। এছাড়া, পরিচালক জানিয়েছেন যে, যেহেতু এখনও পাকাপাকি ভাবে কারোর সঙ্গেই কথা হয়নি তাই আর কে অভিনয় করছেন বা কি বৃত্তান্ত সেই নিয়ে এখনই তিনি মুখ খুলতে রাজি নন।

এছাড়া, ঈশা ও জানিয়েছেন যে, তারও এই ছবি নিয়ে পাকাপাকি ভাবে প্রযোজকদের সঙ্গে কথা হয়নি। আর তাই সেও এখন মুখ খুলতে নারাজ। তবে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা এর আগেও রাজা চন্দের ” ম্যাজিক” ছবিতে একসঙ্গে কাজ করেছেন। পরিচালকের কথা মতো এই নতুন ছবির কাজ কলকাতা এবং উত্তরবঙ্গতে হওয়ারই পরিকল্পনা রয়েছে। আপাতত শুটিং শুরু হওয়ার পরই খোলসা হবে কে থাকছেন আর কে থাকছেন না এই ছবিতে। এই ছবিতে অঙ্কুশ কার সাথে জুটি বাঁধছেন ঐন্দ্রিলা না ইশা! সেটি দেখার জন্য মুখিয়ে রয়েছে সিনেমা প্রেমীরা।

ADVERTISEMENT

Related Articles