অঙ্কুশকে সপাটে চড় মারল ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
টলিউডের নামকরা প্রথম সারির অভিনেতার মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। তাঁর অভিনয় ও নাচ দিয়ে সে জয় করে নিয়েছে সকল দর্শকের মন। তাঁকে দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল। অভিনয়ের পাশাপাশি সে একজন দক্ষ ড্যান্সারও বটে। তাঁর লুক, স্টাইল সবই পছন্দ করেন দর্শকেরা।
অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল সাত পাকে বাঁধা তে দুস্টু চরিত্রে তাঁর অভিনয় সকল দর্শকদের নজর কেড়েছিল। তার দুস্টু মিষ্টি হাসিতে মজেছিল সবার মন।
তবে, এই অঙ্কুশ এবং ঐন্দ্রিলা এখনও পর্যন্ত রিল লাইফে জুটি না বাঁধলেও তাঁরা যে রিয়েল লাইফ জুটি তা কারোরই অজানা নেই। তবে, সম্প্রতি শোনা যাচ্ছে যে, দর্শকদের অনুরোধে তারা রিল লাইফেও জুটি বেঁধেও কাজ করবেন। আর তার শুটিং ও নাকি শুরু হয়ে গেছে।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় এই অভিনেতা ও অভিনেত্রী। কখনও মজার কোন কথোপকথন বা কখনও আবার লাইভ এ হাজির হয়ে যান দর্শকদের মাঝে। আর তেমনই একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে। ঐন্দ্রিলা ঠাটিয়ে চড় মারছে অঙ্কুশকে। অবাক হচ্ছেন তো যে হাসি মজার মাঝে আবার চর এল কোথা থেকে?
তাহলে খোলসা করে বলি আসল ঘটনাটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলা অঙ্কুশকে নেটফ্লিক্স এর একটি ভিডিও যেখানে একটি লোক অপরাধমূলক কাজ করতে করতে একটা ড্রামা ক্রিয়েট করেছেন। আর সেখানে তিনি এই বেলাচাউ গানটি গাইছেন। আর সেই গানটিই অঙ্কুশকে গাইতে বলছেন ঐন্দ্রিলা। কিন্তু অঙ্কুশ এমনই তার লাইন গাইছেন আর তাতেই রীতিমত রেগে আগুন ঐন্দ্রিলা। আর তারপরই সপাটে চর লাগলেন অঙ্কুশ এর গালে।
তবে, ভিডিওটি নিছকই যে মজা করে করা হয়েছে তা রীতিমত স্পষ্ট এই ভিডিওটিতে। আর সেই ভিডিওটিই রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।