×
Entertainment

সম্প্রতি গাড়ি কিনেছেন, বিয়ের আগে হবু বউ ঐন্দ্রিলাকে বিরাট বাড়ি কিনে দিলেন অঙ্কুশ

বিয়ের আনন্দ হয় বলে তো শুনেছেন, তবে শোকও যে হয় তাও জানা গেলো। সম্প্রতি বাঙালি মেয়েদের মনের মানুষ, তাদের এক ক্রাশ অনির্বাণ ভট্টাচার্য্য বিয়ে করে নেওয়ায় তার শোক কাটিয়ে উঠতে পারেনি তারা এখনও। এরই মধ্যে আবার এক দুঃখের খবর ধেয়ে আসছে তাদের জন্য।

টলিউডের আর এক ক্রাশ হলো অঙ্কুশ। তার অভিনয়, ফিজিক্স, লুক সবকিছুই ইমপ্রেস করার মতো। তবে নায়ক ইমপ্রেস হয়ে বসে আছে সেই কবে থেকেই একজনের উপরেই। তার জায়গাটা নেওয়ার মতো কেউ আসেনি আর কখনো আসবেও না। তারই পাকাপাকিভাবে ব্যবস্থাও করতে চলেছেন অঙ্কুশ।

ADVERTISEMENT

আচ্ছা এইবার পুরোটা খুলেই বলা যাক। অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের ব্যাপারে টলিপাড়া থেকে শুরু করে দর্শক মহল প্রায় সবাই জানেন। তাদের বিয়ে নিয়ে উৎসাহ দেখাতেও দেখা যায় সবাইকে। কবে হচ্ছে তাদের বিয়ে? পেয়ে যেতে পারেন তার আপডেট আজই। ডিসেম্বরের শুরুতেই অঙ্কুশ কিনে ফেললেন একটি নতুন ফোর হুইলার কার। প্রেমিকা ঐন্দ্রিলাকে সাথে নিয়ে নতুন গাড়ির সাথে নানান পোজ দিয়েছেন অভিনেতা। সেইসব ছবি নিজেই গত ৯ ডিসেম্বর পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘new member in the family’

এবার নতুন বাড়িতে নতুন জীবন শুরু করতে চলেছেন অঙ্কুশ। কোথায় ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ? এক জনপ্রিয় গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, মুকুন্দপুরের কাছে Utalika Complex এ। তবে তিনি এখনও ওখানে থাকা শুরু করেননি। তিনি জানিয়েছেন জানুয়ারি মাসের ৭/৮ তারিক থেকে থাকতে পারেন বলে পরিকল্পনা। এখনও ফ্ল্যাটের কাজ চলছে আর সেটি দেখতে গিয়েই ফটো তুলে পোস্ট করেছেন। গতকালই নতুন এপার্টমেন্টে ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছি, নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি এবং অবশ্যই একটি নতুন জীবনের শুরু। এই পোস্টকে ঘিরেই শুর হয়েছে জল্পনা নতুন জীবনের শুরু অর্থাৎ নায়ক কি তাহলে এইবার বিয়ের পিঁড়িতে বসছেন! টলিপাড়ায় গুঞ্জন সামনের বছর ২০২১ এই দীর্ঘদিনের বান্ধবী ঐন্দ্রিলা সেনগুপ্তের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙ্কুশ।

সম্প্রতি, অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। সেই টুইটে তিনি লেখেন, ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।” আর এতেই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে।

ADVERTISEMENT

Related Articles