Entertainment

সরকারের থেকে ‘মহানায়ক’ সম্মান পেলেন অঙ্কুশ, ‘যোগ্যতা আছে?’ ধেয়ে এলো কটাক্ষের বন্যা

Ankush Hazra: গত সোমবার অর্থাৎ 24 জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে আয়োজিত হয়ে গেল ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চে টলিউড তারকা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) হাতে তিনি তুলে দিলেন ‘মহানায়ক’ সম্মান। আর সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু সমালোচনার ঝড়।

অঙ্কুশ (Ankush Hazra) মহানায়ক হওয়ার পর থেকেই ট্রোল শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়। সকলের প্রায় একই প্রশ্ন, সত্যি কি যোগ্য লোকের হাতে উঠল এই পুরস্কার? না কী রাজনীতির কারণেই বেছে নেওয়া হলো অঙ্কুশকে? এবার সেই প্রশ্নের জবাব দিলেন খোদ অভিনেতা। নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লম্বা চওড়া একটি পোস্ট করলেন তিনি। তুলে ধরলেন বেশ কিছু ছবি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ (Ankush Hazra) লেখেন, ‘পুরস্কার একজন শিল্পীকে অনুপ্রেরণা যোগায়। আর সে কারণেই মুখ্যমন্ত্রীর দেওয়া এই পুরস্কার আমি গ্রহণ করলাম। তবে মহানায়ক হয়ে উঠতে এখনো অনেক দেরি। প্রচুর পরিশ্রম বাকি রয়েছে। তবে আমার মতো একজন সামান্য ‘নায়ক’কে সরকারের তরফে এই পুরস্কার দিয়ে যে সম্মান দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ’। অভিনেতার এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর প্রেয়সী তথা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

ভালোবাসার কমেন্টের পাশাপাশি ধেয়ে এসেছে কটাক্ষ। এক নেটনাগরিক লিখলেন, ‘মহানায়ক ব্যাপারটা নিয়ে যা খুশি তাই শুরু করে দিয়েছেন মাননীয়া। এই পুরস্কার কার হাতে তুলে দেওয়া উচিত সেটাই তিনি বুঝতে পারছেন না। দিনের পর দিন হারিয়ে যাচ্ছে এই উপাধিটার মর্যাদা’। অন্য আর একজন লিখলেন, ‘সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে ‘মহানায়ক’ কে হবেন। আমাদের জীবনে আজও মহানায়ক বলতে কেবলমাত্র উত্তম কুমার’।

তবে শুধুমাত্র অঙ্কুশ নন। এদিনের এই মঞ্চে ‘মহানায়ক’ সম্মানে সম্মানিত হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যদিও এই চার অভিনেত্রীর মধ্যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে। অন্যদিকে শুভশ্রীর স্বামী রাজ তৃণমূলের বিধায়ক। তবে বাকি দুই অভিনেত্রীর সঙ্গে তৃণমূলের তেমন কোনো যোগ না থাকায় অনেকেরই মতে ‘মহানায়ক’ সম্মান পাওয়ার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।