×
Entertainment

‘শ্রাবন্তী আমাকে বিয়ে করলে কোনও আপত্তি নেই’, অঙ্কুশের কথা শুনে যা করলেন ঐন্দ্রিলা!

ঐন্দ্রিলার (Oindrila Sen) সামনেই শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) বিয়ে করার প্রস্তাব অঙ্কুশের (Ankush Hazra)! রেগে আগুন অভিনেত্রী। বর্তমানে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে নিয়ে জোর গুঞ্জন চলছে নেটমাধ্যমে। আর যার সূত্রপাত অঙ্কুশের করা একটি পোস্ট। যেখানে অভিনেতা শেয়ার করেছেন তার ও ঐন্দ্রিলা অভিনীত ‛ম্যাজিক’ (Magic) সিনেমার একটি সাহসী দৃশ্য। যেখানে তারা একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছেন। আর এই ছবি শেয়ার করে অভিনেতা একটি ক্যাপশন দিয়েছেন। যা দেখে চক্ষু চড়ক গাছ সবার।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

ওই ক্যাপশনে অভিনেতা লিখেছেন যে, ‛কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না’। এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কি হতে পারে? বাকিটা ব্যাক্তিগত’। আর তারপর থেকেই নেটমাধ্যমে গুঞ্জন অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক ভাঙ্গনের মুখে। তবে তারই মাঝে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

যেখানে দেখা যাচ্ছে যে শ্রাবন্তী সোজাসুজি কল করেছে ঐন্দ্রিলাকে। আর তারপরই বলছেন যে, ‛তোদের একসঙ্গে কত বছর হল বল তো? তোদের রিলেশনশিপের বয়স ১২ বছরের বেশি হয়ে গিয়েছে। অনেকদিন হল, বিয়েটা কবে করছিস? আর তারপরই অভিনেতা অঙ্কুশ বলেন যে, ‛ধুর সবসময় ভালো লাগে না। সবাই এক প্রশ্ন করছে। কি করে বলি? লজ্জায় কাউকে কিছুই বলতে পারছি না’।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

এখানেই থেমে থাকেনি অঙ্কুশ। তারপরই ফ্রাস্ট্রেশন উগরে বলেন যে, ‛শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলার থাকায় এতই সমস্যা তাহলে ও আমায় বিয়ে করে নিক। আমার কোনও আপত্তি নেই’। অঙ্কুশের মুখে এমন কথা শুনে রেগে আগুন ঐন্দ্রিলা। এমনকি অঙ্কুশও প্রাণে বাঁচতে সেই জায়গা ছেড়ে পালিয়ে বাঁচে। তবে, শুধু শ্রাবন্তী নয় এর আগে প্রসেনজিৎ ও আবিরও তাদেরকে বিয়ে নিয়ে খোঁচা দিয়েছেন। তবে, তাদের এই বিষয়টি নিয়ে অনেকেই বেশ দোটানায় রয়েছেন। গুঞ্জনের পাশাপাশি অনেকেই ভাবছেন দুজনের বিয়ে সংক্রান্ত কোনো সিনেমা আসছে নাকি। সেকথা জানা যাবে আগামী দিনে।