Entertainment

ক্যামেরার সামনে হাঁটু গেড়ে ঐন্দ্রিলাকে প্রপোজ, সঙ্গে বিয়ের দিন জানালেন অঙ্কুশ, না দেখলে চরম মিস

Advertisement
Advertisements

প্রকাশ্য মঞ্চেই ঐন্দ্রিলাকে (Oindrila Sen) বিয়ের প্রস্তাব অঙ্কুশের (Ankush Hazra)! জি বাংলার (Zee Bangla) অফিসিয়াল পেজ থেকে প্রকাশ্যে এল সেই ভিডিও। দীর্ঘ প্রায় ১১ বছরের বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের টম এন্ড জেরির মতো বন্ডিং বেশ পছন্দ করেন অনুরাগীরা। পয়লা বৈশাখের দিন তাদের ‛লাভ ম্যারেজ’ সিনেমা রিলিজ করেছে। তার আগে তারা চুটিয়ে ছবির প্রমোশন করেছেন। পাশাপাশি এই ছবির সাথে সাথে সকলেরই প্রশ্ন তারা কবে বিয়ে করবেন।

তাদের কাছের মানুষ থেকে টলিউডের (Tollywood) সকলেই পড়েছেন তাদের বিয়ে দেওয়ার জন্য। এমনকি অনুরাগীরাও বেশ উৎসাহী। তবে, এবার ডান্স বাংলা ডান্স-এর (Dance Bangla Dance) মঞ্চে অঙ্কুশ নিজের মুখেই জানালেন তাদের বিয়ের কথা। অভিনেতা বলেছেন যে, আমি সবসময়ই বলি জি বাংলা আমার কাছে একটা পরিবারের মতো। সুতরাং জি বাংলার (Zee Bangla) মঞ্চেই বলছি আর ক্যামেরার সামনেই বলছি এই বছরই আসল বিয়েটা হবে।

ক্যামেরার সামনে হাঁটু গেড়ে ঐন্দ্রিলাকে প্রপোজ, সঙ্গে বিয়ের দিন জানালেন অঙ্কুশ, না দেখলে চরম মিস

এখানেই কিন্তু শেষ নয়। পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। এরপরই ঐন্দ্রিলার (Oindrila Sen) সামনে হাঁটু মুড়ে বসে পড়েন অঙ্কুশ। এমনকি একটা হাত ধরে দেন বিয়ের প্রস্তাব। বলেন যে, ‘উইল ইউ ম্যারি মি?’। যদিও সঙ্গে সঙ্গে উত্তর দেননি অভিনেত্রী। বরং একটু নখরা করেন। বিচারকের আসনে থাকা শুভশ্রী-পূজা ও মিঠুনের (Mithun Chakraborty) দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘কী বলব, হ্যাঁ বলব কি না?’

শুভশ্রী (Subhashree Ganguly) তো প্রথমেই মাইক হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকেন, ‛সে ইয়েস, ইয়েস, ইয়েস’। এমনকি মিঠুনও চোখের ইশারায় সম্মতি দেওয়ার কথা বলেন। আর তারপরই মুচকি হেসে সম্মতি দেয় ঐন্দ্রিলা। আর তারপর অঙ্কুশও ঐন্দ্রিলার (Ankush-Oindrila) কপালে চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরেন। বহু সাক্ষাৎকারে অঙ্কুশ বলেছেন এবছরই আইনি বিয়ে সারবেন। তবে, সমাজিক বিয়ে সারবেন ২০২৪ সালে। এবার দেখার পালা আদতে কবে তারা বিয়ের পিঁড়িতে বসেন।