×
EntertainmentTrendingViral Video

তুষারপাতে একে অপরকে জড়িয়ে রোমান্সে মত্ত অঙ্কুশ-ঐন্দ্রিলা, তুমুল ভাইরাল অন্তরঙ্গ ভিডিও

বছরের এই সময়টা সবাই টুকিটাকি ভ্রমণ করে থাকেন। পকেটে তেমন দম নেই! তাতে কি হয়েছে, বনভোজন হলেও তার মধ্যে দিয়েই অনেকে ছুটির আমেজে মেতে উঠেন এই সময়। বাদ যান না বলিউড-টলিউডের তারকারাও। গত বছর থেকেই করোনা র প্রকোপে যদিও এবার একটু কমই বাহির হচ্ছে সবাই। তবে যারা ঘুরছেন তাঁরা চুটিয়ে ঘুরছেন। এই আমাদের টলিউডের অঙ্কুশ আর ঐন্দ্রিলার কথায় যদি বলি, ছুটি কাটাতে তাঁরা উড়ে গেছেন হিমাচল প্রদেশ।

ঘুরতে গিয়ে একের পর এক মুহুর্ত কখনও ফ্রেমে বন্দী করে তো কখনও ভিডিও করে শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে। নিজেদের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে চলেছেন হিমাচল প্রদেশে কাটানো নানান মুহূর্ত। টলিপাড়ায় গুঞ্জন তাঁরা নাকি এবছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাই তাঁদের এই ভ্রমণ নিয়ে সবার জল্পনা যে অঙ্কুশ ঐন্দ্রিলা বোধহয় প্রি হানিমুন সেরে নিচ্ছেন।

ADVERTISEMENT

সে যায় হোক, অঙ্কুশ যে মজার ছেলে হওয়ার সাথে সাথেই কতটা রোমান্টিক তার প্রমাণ তো পাওয়া যায় তাঁর সিনেমাতেই। তবে রিয়েলেও তিনি কম যান না। একইভাবে রিয়েলেও হাসি-মজা নিয়ে থাকতেই পছন্দ করেন। আর তিনি যে কতটা রোমান্টিক প্রেমিক তার প্রমাণও পাওয়া যাচ্ছে তাঁর সাম্প্রতিক সোশ্যাল হ্যান্ডেলে করা পোস্ট থেকে। আর সেগুলি ক্রমাগতভাবে ভাইরাল হয়ে চলেছে।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখ খানের স্টাইলে, শাহরুখ খানেরই গানে রোমান্টিক দৃশ্যে দেখা গেল অঙ্কুশকে। ‘মহাব্বতে’ সিনেমার সেই রোমান্টিক গান ‘হামকো হামিসে চুড়ালো’ গান আজও শুনলে মনের মধ্যে প্রেম জেগে ওঠে। আবার নতুন করে যেন সেই গানের প্রেমে ফেললো অঙ্কুশ জনতাকে। সেই গানের তালে ঐন্দ্রিলার সাথে রোম্যান্স করতে দেখা গেল অঙ্কুশকে বরফের শহরে। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সবাই অঙ্কুশ ও ঐন্দ্রিলার এমন রোম্যান্স দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তাঁদের।

ADVERTISEMENT

Related Articles