দীর্ঘদিনের প্রেমে পড়বে শীলমোহর, শীঘ্রই বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!
টলিউড পাড়া এখন সেলেবদের বিয়ে নিয়ে আনন্দে মেতে উঠেছেন। সম্প্রতি অনির্বাণ এবং মধুরিমার বিয়ে হয়। আর তার জন্য বাঙালি তরুণীদের মন ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু এখন আরও একজন সেলিব্রিটি কে নিয়ে হয়েছে গুঞ্জন। তিনি হলেন অঙ্কুশ হাজরা। অঙ্কুশ কে আমরা কেই না চিনিনা। কিছুদিন আগে ইউটিউবার কিরণ দত্তের সাথে তার একটি ইন্টারভিউ এর উপরে বচসা হয় এবং সেখানে তিনি নিজেকে বর্ধমানের বিষ মাল বলেন এবং তিনি সেই জন্য ট্রোলড ও হয়ে ছিলেন। কখনো নিজের ফানি ভিডিও ,কখনো নিজের কাজ কর্মের জন্য প্রায়ই তিনি ভাইরাল হতে থাকেন। লকডাউন অবস্থায় তিনি বেশ ভালোই ভাইরাল হয়েছিলেন।
কখনো ঐন্দ্রিলার সাথে ফানি ভিডিও বানাচ্ছেন আবার কখনো তার নাচের স্টেপের সাহায্যে মুগ্ধ করেছেন দর্শকদের। টলি পাড়াতে কাপল দের কথা এলে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলার নাম কিন্তু আসে উঠে। তাদের প্রেমকাহিনী আমাদের প্রত্যেকেরই জানা। অনেক দিন ধরেই রয়েছে দুজনের মধ্যে সম্পর্ক। লকডাউনে দুজন ছিলেন ও একসাথে। তবে সম্প্রতি অনির্বাণ এবং মধুরিমার বিয়েতে একটি শুভেচ্ছা বার্তায় গুঞ্জন উঠেছে এবার বিয়ের সানাই বাজতে চলেছে তাদেরও। অঙ্কুশ নিজেই ট্যুইট করে জানিয়েছেন সেই কথা।
অনির্বাণকে অঙ্কুশ যে শুভেচ্ছা বার্তাটি জানিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, “শুভেচ্ছা বন্ধু। তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরেই ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতিকে নিয়ে সারাজীবন ভালো থেকো”। রবিবারের রাত্রে অঙ্কুশ নিজেই এই টুইট করেছেন। এরপর থেকেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছে তাদের বিয়ে নিয়ে। তাদের ফ্যানেরা কিন্তু ভীষণ ভাবে উৎসুক হয়ে বসে রয়েছে সত্যিই তারা কবে গাঁটছড়া বাঁধছেন। কিন্তু সেটাতে অঙ্কুশ জানায় নিহাতই ভীষণ মজা করে অনির্বাণকে শুভেচ্ছার সাথে নিজের বিয়ের কথা জানিয়েছেন।
Congrats bondhuu.. tomake dekhe ami thik korlam amio sere feli. 😉 .. shighroi jog dichi tomar dol e.. tomar real life Maloti ke nie sarajibon shukhe theko.. @AnirbanSpeaketh 🤗🤗 pic.twitter.com/A6GsfFoI0R
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) November 29, 2020
তবে তাদের প্রেম নিয়ে কোনো লুকোচুরি কখনোই ছিলো না, তাই তারা যদি বিয়েও করে থাকে 2021 সালে তা হলেও সেটাতে অবাক হবার মত কিছুই নেই। তবে এবার তারা একসাথে রিল দুনিয়া শেয়ার করছেন ম্যাজিক নামে এক সিনেমাতে। এই জুটিকে একসাথে দেখা যাবে এই মুভিতে।