
প্রেমের বিয়েতে সুখী হওয়া যায় কিনা তারই উত্তর পেতে এবার লাভ গুরু জনি লিভারের (Johnny Lever) শরণাপন্ন হলেন অঙ্কুশ (Ankush Hazra)। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই বড় পর্দায় হাজির হতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush-Oindrila) ‛লাভ ম্যারেজ’। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের বিয়ে নিয়ে উৎসুক সকলেই। অবশেষে তারা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
যদিও এখানেও আছে রহস্য। অঙ্কুশ-ঐন্দ্রিলা হয়ে তারা বিয়ের পিঁড়িতে বসবেন না। তবে, তার বাবা একেবারেই রাজি নয় লাভ ম্যারেজে। তার কথায় প্রেমের সুখ নাকি থাকে স্বল্পক্ষনের। আর দুঃখ সারাজীবনের। যদিও একথা মানতে নারাজ ছেলে অঙ্কুশ। আর তাইতো এবার লাভ গুরু জনি লিভারের পরামর্শ নিতে এলেন অভিনেতা। এককথায় এসব কিছুই প্রচারের একেকটি অংশ। বিভিন্ন উপায়ে তারা লাভ ম্যারেজের প্রচার চালাচ্ছেন।
আর এই প্রচারেরই একটি অংশ হয়ে উঠেছে জনি। সম্প্রতি অঙ্কুশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে, অঙ্কুশ পরামর্শ নিতে হাজির হয়েছে জনির। তাকে বলছেন যে, স্যার আমি সামনেই লাভ ম্যারেজ করছি। কিন্তু আমার বাবা তাতে রাজি নয়। প্রেম করে বিয়ে করলে ভালো থাকা যায় কিনা?এমনকি বাবার অমতে বিয়ে করে সুখী হওয়া যায় কিনা এই দুই হল অঙ্কুশের প্রশ্ন।
তবে, এক্ষেত্রে জনি অঙ্কুশকে পজিটিভ বার্তাই দেন। জানান যে, প্রেমের বিয়েতে ভালো থাকা যায়। আর এই শুনে তো খুশিতে একেবারে ডগমগ অঙ্কুশ। একেবারে জড়িয়ে ধরে জনিকে। কিন্তু অঙ্কুশ চলে যাওয়া মাত্রই জনির মুখের ভূগোল যায় বদলে। কাচুমাচু মুখ নিয়ে তিনি নিজেই বলতে থাকেন যে, কিভাবে বলবো প্রেম করে বিয়ে করিস না। তাহলে এবার দেখা যাক ‛লাভ ম্যারেজ’-য়ের হাত ধরে কতটা সুখের হতে চলেছে অঙ্কুশের বিয়ে।