Advertisement
EntertainmentVideoViral Video

‘ধক ধক কারনে লাগা’, অসাধারণ নেচে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ মাতালেন অঙ্কুশ-শুভশ্রী, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

‛ধাক ধাক কারনে লাগা’ গানে এবার মঞ্চের মধ্যেই অঙ্কুশের সঙ্গে নাচে মাতলেন শুভশ্রী। বর্তমানে বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ‛ডান্স বাংলা ডান্স’। গত ১১ ফেব্রুয়ারি থেকে শনি ও রবিবার ঠিক রাত সাড়ে নটায় অনুষ্ঠিত হচ্ছে এই শো। আর এই রিয়েলিটি শোয়ের হাত ধরেই দশ বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর তাই আনন্দে আত্মহারা সকলেই।

'ধক ধক কারনে লাগা', অসাধারণ নেচে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ মাতালেন অঙ্কুশ-শুভশ্রী, ভাইরাল ভিডিও

Advertisements

এতদিন কেন তাকে দেখা যায়নি সেই নিয়ে নানান জলঘোলা হয়েছে। তবে, বর্তমানে তাকে ‛ডান্স বাংলা ডান্স’-র মঞ্চে আবারও মহাগুরু-র আসন অলংকৃত করতে দেখা যাচ্ছে। মিঠুন ছাড়াও বিচারকের আসনে দেখা যাচ্ছে বাংলা ও হিন্দি সিনে দুনিয়ার তিন সুন্দরীকে। তারা হলেন মৌনী রায় (Mouni Roy), শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee) ও শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)।

Advertisements

'ধক ধক কারনে লাগা', অসাধারণ নেচে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ মাতালেন অঙ্কুশ-শুভশ্রী, ভাইরাল ভিডিও

আর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন টলি অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। আর অঙ্কুশ মানেই শোতে কমেডির কোনো খামতি থাকে না। আর এবার মঞ্চের মধ্যেই শুভশ্রী ও অঙ্কুশকে নাচতে দেখা গেল। ‛ধাক ধাক কারনে লাগা’ গানে কোমর দোলালেন দুজনেই। ১৯৯২ সালে রিলিজ হওয়া ‛Beta’ সিনেমার এই গানটিতে নেচেছিলেন অনীল কাপুর ও মাধুরী দীক্ষিত।

অনুরাধা পাডোয়াল ও উদিত নারায়ণের গলায় গাওয়া এই গানটি আজও জনপ্রিয় সকলের কাছে। আর এদিন সেই গানেই রোমান্টিক মেজাজে ধরা দিলেন অঙ্কুশ-শুভশ্রী। এদিন শুভশ্রীর পরণে ছিল গোলাপি রঙের ব্লেজার। আর অঙ্কুশের পরণে রয়েছে পিচ কালারের ব্লেজার। তাদের কেমিস্ট্রি নিয়ে নতুন করে বলার কিছু নেই। সিনেমার পর্দায় তাদের কেমিস্ট্রি বেশ পছন্দ করেন দর্শকেরা। আর এবার ফের একবার তাদের জুটি নজর কাড়লো নেটিজেনদের। সম্প্রতি তাদের এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।