প্রকাশ্যে রঞ্জিত মল্লিকের সঙ্গে ঝামেলায় জড়ালেন অঙ্কুশ! যা প্রতিক্রিয়া দিলেন কোয়েল…

ওনার সঙ্গে পাঙ্গা নিও না, মুশকিলে পড়বে! অঙ্কুশকে (Ankush) হুঁশিয়ারি কোয়েলের। কিছুদিন ধরে অঙ্কুশ ও ঐন্দ্রিলার (Oindrila) বিয়ে নিয়ে শোরগোল চলছিল সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ ১৩ বছর ধরে চলা তাদের সম্পর্ক নিয়ে কেমন যেন একটা জলঘোলা চলছিল। যদিও এসবের কারণ পরে জানা যায়। আসলে এই পয়লা বৈশাখে আসতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ছবি ‛লাভ ম্যারেজ’। আর সেই কারণে ছবির প্রচার সারতেই এসব খবর রটানো হয়েছিল।
অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন আরও একজন বিশেষ মানুষ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। অঙ্কুশের বাবার চরিত্রে তাকে দেখা যাবে। আর সেই কারণে কদিন আগে অঙ্কুশ রঞ্জিত মল্লিকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛আলাপ করিয়ে দি। আমার বাবা। মহিম সান্যাল। নিজের ছেলের রাতের ঘুম উড়িয়ে এমন শান্তিতে স্টাইল মেরে বসে আছেন যেন রঞ্জিত মল্লিক। যাই হোক এই ১৪ই এপ্রিল জিতবো তো আমরাই’।
View this post on Instagram
আর এই ছবির কমেন্ট বক্সে কোয়েল কমেন্ট করে লিখেছেন যে, ‛ওনার সঙ্গে পাঙ্গা নিও না, মুশকিলে পড়বে। যাকগে দেখা যাক, কি হয়’। যদিও কোয়েলের এই কথার পর অঙ্কুশও মজা করে লিখেছেন যে, ‘আমার বাবা এত ফেমাস হয়ে গেছে যে কোয়েল মল্লিক ওনার হয়ে কথা বলছে? ম্যাম আপনি জানেন না ওনার কীর্তি। আপনার সাথে কীভাবে দেখা হবে জানি না কিন্তু হলে আপনাকে সব বলব’। এরপর অঙ্কুশ আর একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে প্রকাশ্যে রঞ্জিত মল্লিকের সঙ্গে মজার ছলে ঝামেলা করতে দেখা গেছে। আসলে সবটাই সিনেমার প্রমোশনের জন্য।
View this post on Instagram
ইতিমধ্যেই এই ছবির ট্রেলার নজর কেড়েছে সকলের। প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যাচ্ছে যে, ঐন্দ্রিলা (সিনেমায় নাম সায়ন)-কে ভালোবাসে অঙ্কুশ। আর তাই যথারীতি সে লাভ ম্যারেজই করবে। কিন্তু এখানেই আপত্তি অঙ্কুশের বাবা রঞ্জিত মল্লিকের। তার কথা প্রেমের আনন্দ স্বল্পক্ষণ কিন্তু যন্ত্রনা থাকে সারাজীবন। তার মুখে এই কথা শুনে বোঝাই যাচ্ছে তিনি কোনো একসময় প্রেমে হোঁচট খেয়েছেন।
তবে, ওদিকে অঙ্কুশের মামা তাকে আশ্বাস দেয় যে, দু-তিনটে মেয়ে দেখার পর সায়নকে পাত্রী হিসেবে সে হাজির করবে বাবার সামনে। যেমন কথা তেমন কাজ। আর তেমনই মেয়ে দেখতে গিয়েই মুখোমুখি হয় দুই প্রাক্তন। একে অপরকে দেখে তো অবাক। তারপর দেখা যায় ছেলের বিয়ের কথা বেমালুম ভুলে নিজেরাই প্রেম করতে বেরিয়ে পড়ে। আজ গঙ্গার ঘাট, কাল রেস্তোরাঁ এ যেন লেগেই আছে।
আর এসব দেখে সায়ন তো বলেই বসে ‛সবাই মিলে তোর বাড়িতে গিয়ে থাকবো। তাই তো? ভাই বোন একসাথে’। আর তাইতো ‛লাভ ম্যারেজ’ নিয়ে সৃষ্টি হয়েছে যত সমস্যা। সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি। এবার দেখার পালা এই ছবি রিলিজের পর কতটা মনজয় করতে পারে সকলের।