×
Entertainment

বিয়ের আগে প্রি-হানিমুন! কনকনে ঠান্ডায় অন্তরঙ্গ মুহূর্তে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ভাইরাল ছবি

টলিউড থেকে শুরু করে বলিউড সর্বত্র পড়েছে বিয়ের মরশুম। শুধু শীতকাল এ যেন বিয়ের কাল। রিল-রিয়েল সবই হচ্ছে বিয়ে। বিয়ের পর তারকারা উড়ে যাচ্ছেন তাঁদের পছন্দের জায়গায় মধুচন্দ্রিমার জন্য। কিন্তু এই জুটি কি বিয়ের আগেই? গুঞ্জন উঠেছে টলিপাড়ায় এই নিয়ে। শীতকাল মানেই যে শুধু বিয়ে লাগার ধুম তাই নয় ঘুরতে যাওয়ার যেন একটা বাতিক কাজ করে সবার মধ্যে।

আধুনিক যুগের প্রেমিক প্রেমিকা ওই বিয়ের আগে একসাথে কোথাও যেতে নেই এই কথা মানবেই বা কেন। তাঁরাও বেরিয়ে পরলেন শীতের আদর মাখতে পাহাড়ের কোলে বরফের চাদরে নিজেদের ঢাকতে। কাদের কথা বলছি? তাঁরা আর কেউ নন টলিউডের মিষ্টি জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা। তারা এখন সময় কাটাচ্ছেন সিমলার কুফরী পার্বত্য অঞ্চলে। ঐন্দ্রিলা অঙ্কুশ কে ট্যাগ করে তাঁরই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে বরফের মধ্যে দুজনকে গড়াগড়ি খেতে। ক্যাপশনে ঐন্দ্রিলা লিখেছেন, “when you love & laugh abundantly you live a beautiful life”।

ADVERTISEMENT

সবাই জানে তাঁদের সম্পর্কের কথা। তাঁদেরই দৌলতে যদিও। তাঁরা রিয়েল লাইফে সম্পর্কে আছেন বহুদিন ধরেই। বিভিন্ন সাক্ষাৎকারে তাঁরা বলে থাকেন একে ওপরের বিষয়ে তাছাড়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তো একে অপরের ছবি শেয়ার করে লিখেই থাকেন নানান কথা।

রিয়েল লাইফের এই জুটিকে এদিক ওদিক ঘুরতে দেখা গেলেও রিলে দেখার সুযোগ এখনও দর্শকদের হয়ে ওঠেনি। কয়েকটি ব্যানারে তাঁদের দর্শন মিলেছে তবে তাঁদের রিল প্রেম দেখার অপেক্ষায় আছে সবাই। আর সে অপেক্ষার অবসান খুব শীঘ্রই হতে চলেছে। রাজা চন্দের নতুন মুভি ‘ম্যাজিক’-এ একসাথে স্ক্রীন শেয়ার করতে দেখা যাবে তাঁদের। শুটিং শুরু হয়ে গেছে ৬ আগস্ট থেকেই। আরো শোনা যাচ্ছে যে সামনের বছর তাঁরা রিয়েলে গাঁটছড়া বাঁধতে চলেছেন।

ADVERTISEMENT

Related Articles